আমাদের কথা খুঁজে নিন

   

এভারেস্টের চূড়ায় পশ্চিম বাংলার তিন নারী

তারা হলেন, হাওড়ার চান্দা গাইন, দমদম পার্কের পুসি দাস ও মুর্শিদাবাদের মনিদ্বীপা দত্ত।
শনিবার সকাল ৭টায় তারা এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় পা রাখেন।
দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
প্রথম বাঙ্গালি নারী হিসেবে ১৯৯৪ সালে এভারেস্ট জয় করেন দার্জেলিংয়ের কুঞ্জ ভুটিয়া। এরপর ২০০৪ সালে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পা রাখেন মেজর(অব)শিপ্রা মজুমদার।


২০১২ সালে বাংলাদেশের দুই নারী নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় ওঠেন।
নেপালের সলো খুমবু বেজক্যাম্প থেকে দক্ষিণ-পূর্ব রিজ ধরে শুক্রবার রাতে যাত্রা শুরু করেন চান্দা, পুসি ও মনিদ্বীপা।
মেয়ের এভারেস্ট জয়ের খবর পেয়ে দারুণ খুশি চান্দা গাইনের মা জয়া গাইন বলেন, “নিজেকে বিশ্বের সবচেয়ে গর্বিত মা মনে হচ্ছে। আমার মেয়ে ছোটবেলা থেকেই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখতো। আজ সে তার সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে।

এজন্য ঈশ্বরকে ধন্যবাদ। ”
তিনি আরো বলেন, “১১ মে বিকাল ৪টায় চান্দার সঙ্গে আমার শেষ কথা হয়েছে। সে আমাকে দুশ্চিন্তা করতে বারণ করেছে। সর্বোচ্চ চূড়ায় ওঠার ব্যাপারে সে পূর্ণ আত্মবিশ্বাসী ছিলো। ”
১ মে তিনজন শেরপার সঙ্গে এভারেস্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন ওই তিন নারী।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.