আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতি তাণ্ডব: তিন নেতা গ্রেপ্তার

তারা সবাই হেফজতে ইসলামের নেতা বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা পুলিশ সদস্যরা রোববার সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকা থেকে এই তিনজনকে গ্রেপ্তার করে।
এরা হলেন- লালবাগ শাহী মসজিদের খতিব এবং জামিয়া আরাবিয়া খাদেমুল ইসলামি মাদ্রাসার প্রিন্সিপাল ইমরান মাজহারী, একই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান এবং মিরপুর জামিউল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আবুল বাশার।
উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, “গত ৫ মে হেফাজতের সমাবেশের নামে মতিঝিল এলাকায় তাণ্ডবের ঘটনায় দায়ের করা দুটি মামলার তারা আসামি। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


গত ৫ মে ঢাকা অবরোধ শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করে চট্টগ্রামভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের সমাবেশ চলাকালে দুপুর থেকে রাত পর্যন্ত পল্টন, বায়তুল মোকাররম, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও মতিঝিলে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সন্ধ্যায় নির্ধারিত সময় পার হওয়ার পরেও সমাবেশ শেষ না হওয়ায় গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে হেফাজত কর্মীদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
পরদিন হেফাজতে ইসলামীর মহাসচিব বাবুনগরীকে আটক করে পুলিশ। তিনি চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল আলম মাদ্রাসার মুহাদ্দিস।


ওই মাদ্রাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে লালবাগে সংগঠনের কার্যালয় থেকে চট্টগ্রামে পাঠিয়ে দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.