আমাদের কথা খুঁজে নিন

   

একটি শেয়ার পোষ্ট , হেফাজতি ভণ্ডামির নমুনা

সতর্ক করন " জামাত শিবির , যে কোন রকমের মৌলবাদী, ধর্ম ব্যাবসাই ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সকল জানয়ারের প্রবেশ নিষেধ" গতকাল আলতাব আলী পার্কে গণ জাগরণ মঞ্চ-ইউকে'র সমাবেশ ডাকা হয় বিকেল ৪ টায়। এটা শুনে বি এন পি-জামাত-হেফাজতের লোকজন সকাল থেকেই হৈ হৈ করে তাদের কর্মীদের পাঠিয়ে দেয়। তারা সিদ্ধান্ত নেয় যে মাহমুদুর রহমানের অনশন উপলক্ষে তারাও অনশন করবে। যেই ভাবা সেই কাজ। দলের নেতারাও এর মধ্যে সেখানে এসে হাজির।

ইয়া বড় তাগড়া শরীর নিয়ে তারা অনশনে নামলো। এখন এইদিকে যে মাহমুদুর ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে অনশন ভেঙ্গে ফেলেছে এই ব্যাপার এখানকার নেতারা পায় নি। যথারীত তাদের ভাষন চলছে। কোরান শরীফের নাম ভাঙ্গিয়ে, ভন্ডামী করে এখান সেখান থেকে তারা কোরানের আয়াত বের করে বক্তৃতা দেয়া শুরু করলো অনশনের পক্ষে। তাদের একটা বক্তৃতার ডেমো দেই- ভাইসব, আমাদের প্রাণ প্রিয় নেতা মাহমুদুর।

তিনি আজকে কয়েকদিন হোলো খায় না। কেন খায় না? কারন হচ্ছেন আপনারা। আপনাদের অধিকার, আপনাদের কথা চিন্তা করে, এই জালিম সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বীর সৈনিক মাহমুদুর খায় না। আল্লাহর একজন সৈনিক এই মাহমুদুর। আল্লাহ পাক কোরান শরীফে এরশাদ করেছেন...[চলছে] কিছুক্ষণের মধ্যেই তাদের কাছে খবর চলে এলো যে মাহমুদুর খেয়ে ফেলেছে।

এইখানকার নেতারা পড়লো বিরাট বিপাকে। কিছুক্ষণ পরে দেখা গেলো মুশকো টাইপ এক লোক বিরাট এক প্যাকেট ভর্তি দুনিয়ার খাবার নিয়ে হাজির। বাসার থেকে খেয়ে এসে অনশন শুরু করেছিলো, দুই মিনিটের মাথায় আবার অনশন ভাঙ্গা বিরাট ক্যাচালের। যাই হোক মাহমুদুর কে তো আর এখন অপমান করা যায় না। তো পরের বক্তার ভাষন শোনেন- উপস্থিত সুধী, আপনারা জানেন আমাদের বীর সেনা মাহমুদুর রহমান অনশন ভেঙ্গেছেন।

ভাঙ্গবেন নাই বা কেন? কার উপর তিনি রাগ করবেন? এই জালিম সরকার? হতেই পারেনা। তাকে এখন থেকে শারিরীক ভাবে ফিট থাকতে হবে। শরীরকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহ পাক পবিত্র কোরান শরীফে বলেছেন... [চলছে] Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.