আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাডোনা, মেসি এবং ফ্যাবিয়ানোর গোল

ভাবনারা মাথার ভিতর অবিরত তুলছে ঢেউ

ব্রাজিল ও আইভরিকোস্টের খেলার ফ্যাবিয়ানোর গোল করার পূর্বে হ্যান্ডবল হয়েছিলো যা রেফারী দৃষ্টি এড়িয়ে গেছে। ফ্যাবিয়ানো যে গোলটি করেছেন এটি হ্যন্ডবল হয়েছিলো গোল হওয়ার পূর্বে। হ্যান্ডবলের পর কয়েকজনকে কাটিয়ে গোল করেছেন। এক্ষেত্রে একটি কথা প্রণিধান যোগ্য আর্জেন্টিনা নাইজেরিরা বিরুদ্ধে একমাত্র গোলটি ছিল অবৈধ, গোল করার পূর্বে এটি ফাউল ছিলো যা রেফারী দৃষ্টিপাত করেনি। আর্জেন্টিনার দ্বিতীয় খেলাতেও রেফারীর ভুলে একটি নিশ্চিত অফসাইড থেকে তারা (আর্জেন্টিনা) গোল পেয়েছে।

ম্যারাডোনা যে গোলটি হাত দিয়ে করেছে সেটি হাতের স্পর্শের পর সরাসারি গোলপোস্টে প্রবেশে করেছে। এখানে বলা চলে যে তিনি হাত দিয়ে গোল করেছেন। আর মেসির হাত দিয়ে গোল করার ব্যাপারটিও একইরকম। সুতরাং ফ্যাবিয়ানোর করা গোলটি হাত দিয়ে করা হয় নি। হাত দিয়া গোল করলে হাতে বল লাগার পর কোন কিছু স্পর্শ না করে বল জালে যাবে।

ম্যারাডোনা আর মেসি হাত দিয়া সরাসরি গোল দিছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.