আমাদের কথা খুঁজে নিন

   

ম্যারাডোনা এবং ব্রাজিল!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
ম্যারাডোনা যে বছর বিশ্বকে পায়ের (হাতেরও বটে!) চরম জাদু দেখালো ঠিক সেই বছর (১৯৮৬) আমি পৃথিবীকে প্রথম দেখলাম। স্মৃতি ঝকঝকে না হলেও মনে আছে ১৯৯৪ থেকেই আমার ওয়ার্ল্ড কাপ দেখা শুরু। কিন্তু বিধাতার কি খেয়াল সেবারই ম্যারাডোনা নিষিদ্ধ হলেন! শৈশবের মন কেঁদেছিল ম্যারাডোনার ড্রাগ কেলেঙ্কারির খবরে। তবু ম্যারাডোনা আমার প্রিয়, কেননা চাঁদেরও কলঙ্ক আছে! অথচ আশ্চর্য আমি আর্জেন্টিনা নই, ব্রাজিলের সমর্থক। সেই '৯৪ সাল থেকেই! এ কি ম্যারাডোনার প্রতি নীরব অভিমানে, নাকি ব্রাজিলের শৈল্পিক খেলার মোহে? কী জানি! হয়তো দুটোই! তবে আর্জেন্টিনাই যে আমার দ্বিতীয় প্রিয় দল এ কথা জেনে অনেকে অবাক হয়! ব্রাজিল বা আর্জেন্টিনার চরম সমর্থকদের প্রশ্নবাণে জর্জরিত আমি চুপ থাকি।

কী করবো! 'একদা যে ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে খেলতেন'! আর ব্রাজিল যে আমার 'সবচেয়ে প্রিয় দল'! হ্যাঁ, আমি স্বীকার করি পেলে সর্বকালের সর্বসেরা ফুটবল প্লেয়ার। কিন্তু এটাও সত্য, ম্যারাডোনা সর্বকালের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। ফুটবল নৈপূণ্যে ব্রাজিলের সমকক্ষ কেউ নেই! আবার প্রিয় দলের প্রতি উন্মাদনায় আর্জেন্টিনার দর্শকরাই সেরা! এবারের বিশ্বকাপ আমার জন্য ভিন্নমাত্রা নিয়ে এসেছে। অবতীর্ণ করেছে কঠিন পরীক্ষায়! ম্যারাডোনা ফিরে এসেছে আর্জেন্টিনায়! যদিও মেসি আছে দলে, কিন্তু এ তো কোচ-রূপী ম্যারাডোনারই আর্জেন্টিনা! আমার প্রিয় ম্যারাডোনা! অন্যদিকে রোমারিও, রোনাল্ডো, রবার্তো কার্লোস, রোনালদিনহোর স্মৃতিময় ব্রাজিল তো আছেই! তাছাড়া চুরানব্বইয়ের ওয়ার্ল্ড কাপ জয়ী অধিনায়ক ডুঙ্গা এবার নিজ দল ব্রাজিলের কোচ! আমার প্রিয় ব্রাজিল! কোন্দলে পরে গেছি! আমি কোন দল সাপোর্ট করবো ব্রাজিল না আর্জেন্টিনা? একটা সিদ্ধান্তে তো আসতেই হবে। অবশ্যই ব্রাজিল! অবশ্যই ম্যারাডোনা! সেটা আবার কি? দুটো দলকেই সমর্থন দিয়ে যাব পরষ্পর মুখোমুখি হওয়া পর্যন্ত।

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা হলে অবশ্যই থাকবো ব্রাজিলের পক্ষে। ব্রাজিল জিতলে ম্যারাডোনার আবেগ ভারাক্রান্ত চেহারা দেখে দুঃখ হবে ঠিকই, কিন্তু ব্রাজিল হারলে নিজেই যে আবেগ আক্রান্ত হয়ে পড়বো! ব্রাজিল ভালবাসা, ভালবাসাবাসি ম্যারাডোনাকেও!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.