আমাদের কথা খুঁজে নিন

   

‘ভারতের অস্ত্র চাইবেন কারজাই’

তার মুখপাত্র আইমাল ফাইজি রোববার বলেন, নয়া দিল্লি সফরকালে পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত সমস্যা নিয়েও আলোচনা হবে।
ফাইজি বলেন “ইতোমধ্যে ভারতের সঙ্গে কৌশলগত একটি চুক্তি করেছে আফগানিস্তান। সে অনুযায়ী ভারতও নিরাপত্তা খাতসহ অন্যান্য ক্ষেত্রে আফগানিস্তানকে সহযোগিতা দিচ্ছে।”
“আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে কিছু ক্ষেত্রে আমরা সহযোগিতা চাইব”, বলেন কারজাইয়ের মুখপাত্র।
এদিকে নয়া দিল্লির কাছে কাবুলের এ ধরনের প্রত্যাশা পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আফগানিস্তান এমন এক সময়ে ভারতের সঙ্গে নিরাপত্তা সম্পর্ক বাড়ানোর কথা বললো, যখন দুই বারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বে পাকিস্তানে নতুন একটি সরকার ক্ষমতায় বসতে যাচ্ছে। নির্বাচনে জয়ের পর প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণাও দিয়েছেন নওয়াজ।
এদিকে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে বেশ কিছুদিন ধরেই দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে বিরোধ চলছে। আর পাকিস্তান বরাবরই আফগানিস্তানের সঙ্গে ভারতের ঘনিষ্টতায় আপত্তি জানিয়ে আসছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.