আমাদের কথা খুঁজে নিন

   

ছাগুরাম কাব্য 03 ঃ মম ললাটে রুদ্র ছাগুরাম জ্বলে, জ্বলে রে!

পচা কথা বলি। আবালেরা অফ যাও।

সামহোয়্যার ইন নীড়পাতা ওঠে কাঁপি কাহার চারণে ব্লগতলে দাপাদাপি? জায়গা জোটে না, তাই করে চাপাচাপি। নীড়পাতা বলে, বলে রে মম ললাটে রুদ্র ছাগুরাম জ্বলে, জ্বলে রে! কী যে ম্যাৎকারে মুখর করিয়া ব্লগদেশ বকরিস্তানি ছাগুরাম ঝাড়ে উপদেশ বোঁটকা লাদিতে ছারখার করে প্রতিবেশ। নীড়পাতা বলে, বলে রে মম ললাটে রুদ্র ছাগুরাম জ্বলে, জ্বলে রে! ধর্ম সমাজ পরিবার আর ডারউইন নেড়েচেড়ে দেখে বীর ছাগুরাম গাঁঢ়উইন গুরুগুরু ঝাড়ে শেষ কথা ব্যাটা ভাঁড়উইন। নীড়পাতা বলে, বলে রে মম ললাটে রুদ্র ছাগুরাম জ্বলে, জ্বলে রে! কালে কালে ভালে কত কী জ্বলিবে আহা রে নীড়পাতা ওঠে শিউরে এসব বাহারে দুঃখের কথা বলিবে সে বলো কাহারে? নীড়পাতা বলে, বলে রে মম ললাটে রুদ্র ছাগুরাম জ্বলে, জ্বলে রে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.