আমাদের কথা খুঁজে নিন

   

কাকার লাল কার্ড; ব্রাজিলের অনিষ্টে ইষ্ট লাভ!

microsteps(at)yahoo.com

কার্ডের জন্য রেফারিকে ধন্যবাদ! বিশেষ করে ২য় কার্ড এর জন্য। আর্জেন্টিনার সমর্থক রা যেখানে হুদাই আনন্দ পাচ্ছে সেখানে আমি ধন্যবাদ দিচ্ছি রেফারিকে যদিও তার সিদ্ধান্ত একে বারেই জঘন্য ছিল । ব্রাজিলের আগামী খেলা পর্তুগালের সাথে। ব্রাজিলের জন্য এটা তেমন গুরুত্বপূর্ন না। কেননা আজকের ম্যাচের মাধ্যমে তার ২য় রাউন্ড নিশ্চিত করেছে।

আর ২য় রা্উন্ড থেকে শুরু নকআউট পর্যায়ের খেলার । তাই মাথা গরম করে ১ম হলুদ কার্ড খাওয়া কাকা পরবর্তি যে কোন খেলায় কার্ড পেলে তার মাঠের বাইরে থাকা নিশ্চিত ছিল। আর যদি তা নকআউট পর্বে হত তবে ব্রাজিলের জন্য ছিল বেশ সমস্যার। রেফারির দুর্বল সিদ্ধান্তে কাকা ২য় কার্ড পাওয়াতে আগামী ম্যাচে না নামলেও পরের ২য় রাউন্ডের খেলাগুলোতা কার্ড মুক্ত হয়ে নামতে পারবে। ব্যাপারটা তাই দাঁড়াল অনিষ্টে ইষ্ট লাভের মত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.