আমাদের কথা খুঁজে নিন

   

যমুনার জল

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আমার যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভাল যৌবন মিশিয়া গেল জলে কটা পানিতে লাইম্যা কইন্যা কটা মাঞ্জন কর। হাটু পানিতে লাইম্যা তুমি কলসি জলে ভরো। নামি না নামি না আমি জলে নামি না। দুষ্টলোকের মিষ্ট কথায় আমি ভুলি না, জলেতে নামিতে আমার বড়ই লজ্জা হয় কোন ফাঁকে কে দেইখ্যা ফেলে আমার তারি ভয় নামে না নামে না কইন্যা জলে নামে না দুষ্টলোকের মিষ্টকথায় কন্যা ভোলে না উরাৎ পানিতে নাইম্যা কন্যা উরাৎ মাঞ্জন কর। কোমর পানিতে নাইম্যা তুমি কলসি বুকে দরো আমি কইন্যা সুখে ধইন্যা নামবো না তো জলে। আমি ভুলবো না ভুলবো না তবে তোমার কথার ছলে দুষ্টলোকের মিষ্ট কথা, তিক্ত তাহার ফল পোস্টঅফিসে খরব আইছে যমুনায় নাই জল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।