আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ যমুনার পাশে

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় দু’পায়ে হেলে দুলে হেঁটে চলছি,দেহে কাঁপন নিয়ে নিরুপায় স্পর্শকাতর হয়ে, টলটল জলে মৃদ ঢেউ তুলা ঐ যমুনার পাশে।সহমর্মীতা সহনশীলতা পাখা মেলে বাংলার আকাশে বাতাসে অবিরত বয়ে যাবো,ভেসে যাবো অনন্ততকাল। যতোই যমুনার উত্তাল ঢেউ উঠুক আর হিংসার বলিমাখা স্বার্থ পূজারিতে ধবংশের ঢিল ছঁড়ুক,দেখ! ঠিকি একদিন বুঝবে তারা, থাকুক না যতো অবুঝ ভুলা,ভরের আঁধার নামবে যখন দেখবে দ্বার খুঁলা।উত্তাল ঢেউয়ে দুলে দুলে ভাসছি যেন,ঐ যমুনার স্রোতে। লেখার তারিকঃ ১৩/১১/১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।