আমাদের কথা খুঁজে নিন

   

লালনের আর বাড়ী যাওয়া হলো না!!!!!!!



লালন আমার খালাতো ভাই ..... কত আর বা বয়স হবে... ২৪ বা ২৫। খুবই স্বাস্থ্যবান, হ্যান্ডসাম, খুব সহজেই সবার সাথে মিশতে পারতো, অল্প সময়ের মধ্যেই সবাইকে আপন করে নিতে পারতো। সব সময় হাসিখুশি থাকতো। চাকুরী করতো আশুলিয়াতে একটি গার্মেন্টেসে। অনেক স্বপ্ন ছিল ওর।

আগামীকালকে (২১-০৬-২০১০) দেশের বাড়ী শরীয়তপুরে জমি ক্রয়ের জন্য বায়না দলিল হবে তাই আজ (২০-০৬-২০১০) শরীয়তপুরে যাবে। অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছে শরীয়তপুরে যাবে বলে। প্রথমে কল্যাণপুর, মীরপুরে ভাইয়ের বাসায় আসবে তারপর শরীয়তপুরে যাবে। অফিস থেকে সব সময় মীরপুরে আসে বাসে চড়ে। আজ দেশের বাড়ীতে যাবে, খুবই তাড়াহুড়া তাই সিএনজি ভাড়া নিলো ঢাকায় কল্যাণপুরে আসার জন্য।

আশুলিয়া রোড়ে ওর সিএনজিকে পেছনে থেকে একটি ঘাতক বাস আঘাত করলো। মুহুর্তেই দুমড়ে মুচড়ে গেলো সিএনজিটি। ওকে উদ্ধার করে ঢাকায় পঙ্গু হাসপাতালে আনার আগেই চলে গেলো আর না ফেরার দেশে। ওর এই মৃতু্ কিছু্তেই মানতে পারছি না। যে লালনের শরীয়তপুরে যাওয়ার কথা দু চোখ ভরা স্বপ্ন নিয়ে, সেই লালন শরীয়তপুরে ঠিকই গেল কিন্তু কফিনে লাশ হয়ে।

সবাই লালনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওকে বেহেস্ত নসিব করেন। আর ওর শোকাহত পরিবারকে ধৈয্য ধারণ করার ক্ষমতা দান করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।