আমাদের কথা খুঁজে নিন

   

Zoom Modem কে উবুন্টু তে ব্যবহার করা

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

Zoom Modem কিনেছিলাম Citycell থেকে বাসায় ইন্টারনেট ব্যবহার করার জন্য। উইন্ডোজ এর সফটওয়্যার সয়ংক্রিয় ভাবে স্থাপন করে। কিন্তু উবুন্টুর বেলায় সেরকম কিছু নেই। তবে জানতাম ফোরাম বা ব্লগ এ কেউ না কেউ এর সমাধান নিশ্চয়ই খুঁজে বের করে প্রকাশ করেছেন। আসলে তাই তাদের বেশ কজনকে অনুসরন করে উবুন্টুতে Zoom Modem চলালতে সক্ষম হয়েছি। কারও প্রয়োজন হলে এখানে উপস্থাপনের ইচ্ছা রইল। তবে মোডেম চালাতে হয় টার্মিনাল মোড থেকে। কারও কাছে ভাল সমাধান থাকলে জানানোর অনুরোধ রইল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।