আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাম আদালত এবং শক্তিশালী স্থানীয় সরকার

ওলি
বাংলাদেশের কোর্টগুলোতে মামলাগুলো জট লেগে আছে বহু বছর ধরে । সহসাই এই জট কমার কোন সম্ভাবনা নেই । সংসদীয় কমিটির দেওয়া তথ্যমতে জানুয়ারি ২০১০ পর্যন্ত প্রায় ১৫ লাখ কেস জমা আছে বিভিন্ন কোর্টে । সহসাই তা কমে আসা সম্ভাবনা নেই । যদি্ও শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হযেছে, কিন্তু বহু বিচারপ্রার্থী ও এখনো শুনানীর অপেক্ষায় প্রহর গুনছেন ।

যদি ও কাগজে-কলমে গ্রাম আদালত আইন প্রণীত হয়েছে, কিন্তু বাস্তবে তার কাজ শুরূ হতে এখনো বাকী । তবে, গ্রাম সরকার আইনের পরিধি ব্যাপক এবং তা কার্যকরী করা গেলে স্থানীয় সরকারের উপর মানুষের আস্থা বৃদ্ধি পাবে । এ বিষয়ে আমার একটি লেখা আজকের ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে : Village court: Bringing justice to the grassroots প্রতিটি গ্রাম আদালত কাজ শুরূ করলে মামলাজট নিরসন সহজতর হবে । সাধারণ বিষয়ে জনসাধারণ জেলাসদরের কোর্টগুলোতে না গিয়ে গ্রাম আদালতে সুবিচার পেতে পারে । এতে করে সময় এবং অর্থ উভয়েরই সাশ্রয় হবে ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।