আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের চিঠি - ১৫

মনের জানালায় দাঁড়িয়ে ভাবনাগুলোর মিলিয়ে যাওয়া দেখি। গুচ্ছ গুচ্ছ মেঘ হয়ে, ঐ দূর দিগন্ত পানে...

বৃষ্টি, কি করো? আমি বাসা থেকে অফিসের কাজ 'করছি'। করছিটা কোটের ভেতর কারণ কাজ করার কথা থাকলেও আমি টিভিতে বিশ্বকাপ দেখছি । অবশ্য একেবারেই যে কাজ করছিনা তাও নয়। কাজও করি আবার খেলাও দেখি ।

সর্দিটা একেবারে পেয়ে বসেছে জান। গলাটায় এমন কপ জমাট বেধেছে যে সেটি সাড়াতে সে ঔষুধ গিল্লাম সেটি আমাকে সর্দির চাইতেও বেশী কাবু করে ফেলেছে। এই জন্যই বুঝলে বলা হয় যে পারতপক্ষে ঔষুধ গিলতে নেই। পচাঁ ঔষুধ । সেদিন দারুণ একটা স্বপ্ন দেখেছি জান।

স্বপ্নে দেখি আমি মিডল ইষ্টার্ণ একটা গীটার (ওদ) বাজাচ্ছি। এই ধরণের গীটার বাজানোর স্বপ্ন কেন দেখলাম বলতে পারবোনা। জীবনে এমন গীটার হাতে ধরিনি। নিজের যদিও একটা আছে তবে সেটি আধুনিক গীটার (বাজাতে যদিও পারিনা )। মজার কথা হচ্ছে, আমি যে গীটার বাজাচ্ছিলাম সেটি যেমন সত্যি ছিল তেমনি এও বুঝতে পারছিলাম যে আমি স্বপ্ন দেখছি।

মজার না? আরো মজার হচ্ছে যে আমি সেই ওদ থেকে এমন মনোমুগ্ধকর সুর বের করছিলাম যে নিজেই শুনে আবেশিত হয়ে যাচ্ছিলাম। আমি নিশ্চিত সে সময় আমার ঘুমন্ত মুখ দেখলে একটা স্বর্গসুখ দেখতে পেতে। সেই সুরের যে কি যাদু ছিল আমি তোমাকে লিখে বুঝাতে পারবোনা। আমার প্রাণ সে সুরের ছন্দে নেচে নেচে উঠছিল। তোমার মনে পড়ে অধরা সুর নিয়ে আমি সেই যে লিখেছিলাম - "জানি না এ কিসের সুর থেকে থেকে ডাক দিয়ে যাচ্ছে মনেরি জানালায়।

দ্বিধাহীন চিত্তে জানালাটা কি মেলে দিব আজ? আসুক না সেই সব সুর। কোকিল গেয়ে যাক কুহু কুহু সুরে। বৃষ্টি ঝরুক এই মনের আঙিনায়। ফুল তার সৌরভ নিয়ে আসুক না অতিথি হয়ে। দিব কি আজ তার দুয়ারটা খুলে...রাঙিয়ে দিয়ে যাক না আজ আমার সকল অনুভূতিকে।

জানালাটা যদি মেলে ধরি আজ...আসবে কি সে? দখিন হাওয়ার আগমনী গান হয়ে?" বৃষ্টি, বললে বিশ্বাস করবেনা, আমার মনে হচ্ছে সেই অধরা সুর তার দেখা আমাকে দিয়ে গিয়েছে। এ যে কি অসম্ভব রকমের সত্য সেটি একমাত্র আমিই জানি। সুরটাকে নিজের করে যদিও পাইনি। তবে আমার তাতে কোন ক্ষেদ নেই। এই যে দেখা মিললো, এই যে সেই সুর আমার কানে সুধা ঢেলে গেল এর চেয়ে বেশী কিছু প্রত্যাশা করিনে।

তবে এইটুকুন বিশ্বাস নিজের মনে জন্মেছে যে, সে সুরের রহস্য লুকিয়ে আছে আমার প্রাণেই। তেমন করে ধ্যান করতে বসলে কে জানে একদিন সে সুর সম্পূর্ণ আমার নিজেরি হবে। রাখছি এখন। ভালো থেকো। আর আমার আকাশে জলদি জলদি চলে এসো।

আষাঢ়ের মেঘ জড়ো করছি সেই কখন থেকে কিন্তু তোমার দেখা নেই হাসি নিও মেঘদূত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।