আমাদের কথা খুঁজে নিন

   

কুসংস্কার

গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমার বসবাস। চাইলেো আমি আপনাদের মন্তব্য বা সমালোচনার জবাব দিতে পারব না। তবুো অনুরোধ করছি আমাকে ফোন করে জানাতে। নম্বর। ইচ্ছে করলে ছাপতে পারেন আমার অনুমতি ছাড়াই, তবে আমার নামটা যেন অক্ষত থাকে।



আজব বটগাছটি, মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে ঠাঁয় শোনা যায় সেথা বসবাস করে দেও দৈত্য-জ্বীন পরি আর ভয়ানক প্রেতাত্মায়। দিনের বেলায় কেউ ভেঁড়েনা বটগাছটির কাছে, ঘাড় মটকিয়ে দিয়েছে কারোবা- এমনও নজীর আছে। এতটা সুন্দর শাখা প্রশাখা মেলে দাঁড়িয়ে রয়েছে হায় ক্লান্ত পথিক কভুও ভুলে বসেনা তারি ছায়। ছোট্ট খুকু দোল কায়না-জ্বীন পরীদের ভয়ে ঝরে পড়া পাতা কেউ ছোঁয়না যদি পিছে আসে ধেয়ে। ঠাকুর বসে পূজা করে সেথা শোন হে ভগবান আমার এ জায়গা করে দাও তুমি পূন্য তীর্থস্থান পাঠাবলি দিয়ে মনের কথাটি বলে যাই শুভক্ষণে, ‘ভগবান’ তুমি আমার কথাটি স্মরণ করিও মনে।

দূর-দুরবর্তী হিন্দুরা বসে বটবৃক্ষের তলে। ভয়ানক সেই বটতলাটি ভয়ের চিহ্ন নাই চড়াদাম দিয়ে নগদে তাহারে খরিদ করিলাম তাই ঝোপ ঝাড় কেটে ডালপালা ছেটে তুলিলাম কুঁড়ে ঘর আমার বসতে দূর হয়ে গেছে পুরোনো কুসংস্কার। --------------------------------------------------------------------- গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমার বসবাস। চাইলেো আমি আপনাদের মন্তব্য বা সমালোচনার জবাব দিতে পারব না। তবুো অনুরোধ করছি আমাকে ফোন করে জানাতে।

নম্বর ০১৯২১১১৫৭২৮।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।