আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর দলীয় চেহারা ভাল্লাগল না

প্রতিদিন

বিডিনিউজের ব্যাপারে একরামুল হক শামীম মনে হয় এইরম ব্যাপার প্রত্থম নজরে আনছিল। লিঙ্ক খুইজা পাইতেছি না। শোনা কথা, এক এগারর সরকার আসার পর বেক্সিমকো গ্রুপ কিন্যা নিছে এই জনপ্রিয়, বহুল প্রচারিত এবং ভরসা করনের মতন ওয়ান পিস সংবাদ সোর্সরে। সেই থেইক্যা এইটার ব্যাপারে সংবাদের বিস্তর দলীয়করণ ঘটতেসে বইলা অভিযোগ। সংবাদের প্রকাশের ভাষায় যদি দলীয় ট্যাগিং সংবাদ মাধ্যমই দিয়ে দেয়- তাইলে ঐটারে সংবাদ ক্যামনে কওন যায়- এইটা ভাবতেসিলাম।

একটা টাইম আছিল, বিডিনিউজে সংবাদ আসছে- এই ঘটনাটাই একখান নির্ভরযোগ্য সোর্স হিসেবে পরিগণিত হৈতো। আর কোন সূত্র খোঁজন লাগত না। প্রত্থম কালো গংরে যেখানে মানুষ নির্ভরযোগ্য সোর্স মনে করতে পারত না বিডিনিউজ সেইখানে সংবাদের জন্য ফেরেশতার মতন নির্ভরযোগ্য আছিল। এই আকালের বঙগদেশে এইটাই বা কম কী ছিল! অহন এই বিডিনিউজ সংবাদ প্রকাশে দলীয় ভাষা, ট্যাগিং, সংবাদ গোপনসহ বহুত আকাম কইরা বেড়াইতেছে। এইটা বেশ অস্বস্থির।

আইজকা এর সর্বশেষ উদাহরণ হৈলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন কাদের চৌধুরীরে গ্রেফ্তারের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশের সকল টিভি চেনেল, শীর্ষ নিউজ, আর টিএন একরকম ও বিস্তারিত নিউজ কর্সে, সেইটা হৈল প্রথমমে সাকারে গ্রেফতার করার ২.৫ ঘণ্টা পর মেজিস্ট্রেট কোন বিধিমালা লঙ্ঘনের ঘটনা না পাওয়ায় তার অনাপত্তিতে ছাইড়া দেওয়া হয়। আবার দশ মিনিটের মাথায় গ্রেফতার করা হয়। কিন্তু বিডিনিউজে এর মধ্যে যে একবার ছাইড়া দেওন হৈছিল মোবাইল কোর্টের বিবেচনায়- সেই ঘটনা পুরাপুরি গোপন করা হৈছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর দলীয় চেহারা ভাল্লাগল না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.