আমাদের কথা খুঁজে নিন

   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ আসছে...

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।

একটা সময় ছিল যখন মানুষ ইন্টারনেট বিষয়টাই বুঝতো না। আর এখন ঝিনুক থেকে স্ফুটনিক সর্বত্রই ইন্টারনেট। গুগল ছাড়া নিজেকে চরম অসহায় মনে হয়। এই সময়ের পরিবর্তনে নতুন অনেক কিছু যোগ হয়েছে।

দেশে ব্লগগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন আর সামহোয়্যারইন ব্লগই দেশের একমাত্র বাংলা ব্লগ নয়। সচলায়তন, আমার ব্লগ এর সঙ্গে সর্বশেষ সংস্করণ প্রথম আলো ব্লগ। প্রথম আলো ব্লগের সার্বিক দায়িত্বে থাকা মাহবুব মোর্শেদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। সচলায়তনের আরেক মাহবুব মোরশেদ, অরূপ দা’র রুচির প্রশংসা না করলেই নয়।

আমার ব্লগ এর সুশান্ত দাকে অনেক আগ থেকেই চিনি। একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাই রুচিবোধ ও আদর্শ নিয়ে কোন সন্দেহ নেই। সব দেখে মনে হয় এই দেশ প্রযুক্তিগত দিক থেকে বেশ এগিয়ে গেছে। এখন মানুষ পৃষ্টা উল্টিয়ে পত্রিকা পড়ার চেয়ে সময়ের ঘটনা সময়েই জানতে বেশি আগ্রহী। আর তাই প্রতিটি পত্রিকা বের করছে অনলাইন সংস্করণ।

কেউ কেউ সময়ে সময়ে নিউজ আপডেটও করছে। তবে যে কথা বলার জন্য ইনিয়ে বিনিয়ে এতকিছু বলছে তা কিন্তু এখনো বলা হয়নি। দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম- তা সবাই জানেন। মান ও গুণগত দিক বিবেচনার দায়িত্ব আপনাদের। এই প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেরিতে হলেও ব্লগ শুরু করছে।

শুরু করছে বললে ভুল হবে! প্রায় নয় মাস ধরে ব্লগ শুরু করার প্রচেষ্টা করে যাচ্ছে। তবে মাঝ পথে কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে যায় প্রক্রিয়া। এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যেই আপনাদের মাঝে নতুন আরেক ‘শিশু ব্লগ’ আত্মপ্রকাশ করবে। অবশ্য শিশু নাকি তরুণ সে বিষয়টি পাঠক এবং লেখক বিবেচনা করবেন।

আশা করছি সবার মিলিত প্রচেষ্টায় একটি মান সম্পন্ন ব্লগ আপনাদের উপহার দেবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ***ছবিতে পরীক্ষামূলক সংস্করণের নমুনা দিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.