আমাদের কথা খুঁজে নিন

   

নতুন ভর্তি কার্যক্রমে সুনামগঞ্জ সরকারী কলেজে শিবির কর্মীদের জয়জয়কার



আসন সংকট, জিপিএ অনুসারে ভর্তি ও ভর্তি পরীা না থাকার কারনে এবছর সুনামগঞ্জ সরকারী কলেজে ভর্তি যুদ্ধে বাদ পড়ে যাচ্ছে প্রগতিশীল সংগঠনের অনেক শিার্থী। জিপিএ তে এগিয়ে থাকার কারনে যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত দলের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির সমর্থক শিার্থীরা ভর্তি যুদ্ধে রয়েছে সামনের সারিতে। জেলার অন্যতম সরকারী কলেজ সুনামগঞ্জ সরকারী কলেজ। চলতি শিাবর্ষে উক্ত কলেজে একাদশ শ্রেণীর তিনটি বিভাগে ভর্তির জন্য গত ৫ জুন থেকে থেকে আবেদন পত্র নেয়া শুরু হয়। কলেজের মোট ছয়শত আসনের বিপরীতে মানবিক বিভাগে ৬০৯টি, বিজ্ঞান বিভাগে ১৪৩টি, ব্যবসায় শিা বিভাগে ১৫০ টি সহ মোট ১০০২ টি আবেদন ফরম বিক্রয় করা হয়।

আবেদন জমা পড়ে ৯৬৪টি। এর মধ্যে মানবিক বিভাগে ৫৮০ টি, বিজ্ঞান বিভাগে ২৩৭ টি ও ব্যবসা-শিা বিভাগে ১৪৭ টি। কলেজের একটি বিশ্বস্থ সুত্র জানিয়েছে এদের মধ্যে সবচেয়ে বেশি আবেদনকারী মাদ্রাসা থেকে পাশ করে আসা। কলেজের মোট আসন ৬০০ টি আসনের মধ্যে মানবিক বিভাগে ছাত্র নেয়া হবে ৩০০, বিজ্ঞান বিভাগে ১৫০ ও ব্যবসায় শিা বিভাগে ১৫০ জন। এই ছয়শত মধ্যে সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রী মাদ্রাসা থেকে ভালো জিপিএ নিয়ে বেরিয়ে এসেছে।

সরকারের ভর্তি নীতিমালা অনুযায়ী সবচেয়ে বেশী জিপিএ প্রাপ্ত আবেদনকারীদেরই ভর্তিতে প্রাধান্য দেয়া হবে। এ হিসেবে এবারের নতুন ভর্তি কার্যক্রমে সুনামগঞ্জ সরকারী কলেজে জামায়াত শিবিরের কর্মীদের জয়জয়কার। আগামী ১৭ জুন উক্ত নিবার্চিত ছয়শত জনের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপ। বাকী ৩৬৪ জন ছাত্র ছাত্রীর ভাগ্যে কি ঘটবে তা নিয়ে অনিশ্চতায় পড়েছেন অভিভাবকরা। সুনামগঞ্জে ভালো মানের আর কোন বেসরকারী কলেজ না থাকাই এই অনিশ্চয়তার মূল কারণ।

সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্য প্রফেসর মোঃ সেলিম খান বলেন, ১৭ জুনের মনোনীতদের তালিকা থেকে বাদ পড়া ৩৬৪ জনের আবেদনকারীর ব্যাপারে আমাদের করার কিছুই নেই। শিা মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ৬শত আসনের বিপরীতে আমরা ৬শত জনকেই নিতে পারবো। কলেজে আসন বাড়ানোর জন্য সিলেট শিাবোর্ডর মাধ্যমে শিামন্ত্রণালয়ে আবেদন করেছি। এখনো মন্ত্রনালয় থেকে আসন বাড়ানোর ব্যাপারে কোন নির্দেশ পাইনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.