আমাদের কথা খুঁজে নিন

   

সুমনা মেহেরুন আত্মহত্যা ঘটনাঃ ফলো আপ সংবাদ সম্মেলন

যে কোন লড়াই শেষ পর্যন্ত লড়তে পছন্দ করি।

কবি সুমনা মেহেরুন আত্মহত্যা ঘটনাঃ ফলো আপ সংবাদ সম্মেলন সুমনা মেহেরুন আত্মহত্যা ঘটনাঃ ফলো আপ সংবাদ সম্মেলন। অনিষ্ঠত হেব ১৩ জুন ২০১০, রবি বার, বিকাল ৩:৩০মিনিটের সময়, ঢাকা রিপোর্টার্স ইউনিটি হল রূম (দ্বোতলা), সেগুন বাগিচা, মুক্তিযুদ্ধ যাদুঘরের গলি, ঢাকা। সংবাদকর্মী, সুমনার বন্ধু-বান্ধব, নিকটজন ও শুভানুধ্যায়ীসহ সবাই আমন্ত্রিত। যোগাযোগ, বিডপিসিঃ ০১৮১৯ ২৩৮ ৪৩৮।

তরুন কবি মেহেরুন্নেছা, যিনি সুমনা মেহেরুন নামে সমধিক পরিচিত, ১৬ ফেব্রুয়ারী তারিখ দুপুর আনুমানিক ১২:৪৫ মিনিটের সময় তার ভাড়া বাসায় (বাড়ী নং ২৭১/৮, নিরিবিলি আবাসিক এলাকা, শংকর, থানাঃ হাজারীবাগ, ঢাকা) সিলিং ফ্যানের সাথে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মানবাধিকার রক্ষায় আইন সহায়তা প্রদানকারী সংস্থা হিসেবে বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টনারশীপ সেন্টার (বিডিপিসি) ঘটনাটি সরেজমিন তদন্ত করে এবং তদন্ত দল ০৪ মে ২০১০ তারিখ একটি সংবাদ সম্মেলন করে। তদন্ত প্রক্রিয়া চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাক্ষাৎকার বা জবানবন্দি সরেজমিনে গ্রহণ করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই সাক্ষাৎকার বা জবানবন্দি ভিডিও রেকর্ড করেছে। তদন্ত প্রতিবেদনের উপর সংবাদ সম্মেলন করার পর প্রধান সন্দেহভাজন স্থপতি আবৃত্তিকার কাজী আরিফ বিভিন্ন পত্রিকাকে বলেছেন যে, বিডিপিসি তদন্ত দল তার সাথে কোন যোগাযোগ করেনি এবং তার সাথে কোন কথা বলেননি, ঘটনা সম্পর্কে তার মতামতও নেয়নি। অথচ বিডিপিসি তদন্ত দল কাজী আরিফের সাথে শুধু কথাই বলেনি, তার সাথে সাক্ষাৎকারের পুরো সময়টি ভিডিও রেকর্ড করেছে এবং সাক্ষাৎকার গ্রহণ ও তার ভিডিও রেকর্ডিং কাজী আরিফের ধানমন্ডীস্থ নিজ প্রতিষ্ঠান "ডেকন" এর অফিসে বসে করা হয়েছে।

ইতিমধ্যে সুমনা মেহেরুনের আত্মহত্যা ঘটনাটির বিষয়ে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাস্ট্র সচিবকে একটি পত্র প্রেরণ করা হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.