আমাদের কথা খুঁজে নিন

   

White Dream......


ভ্রম শুন্যতায় লালিত অনিস্ক্রীয় দাগের চরম আধিপত্য বিস্তারে আমি বিষাক্ত জলরাশি। আমাকে স্পর্শ করোনা কেউ। বাতাসে লাশের গন্ধে আমার চির পরিচিত স্বর অচেনা লাগে। স্বতঃসিদ্ধ, নজিরবিহীন এ বিষক্রিয়া তোমরা হৃদয় দিয়ে অনুভব করোনি। দূর থেকে আমার স্ফীত শ্বাস কষ্ট দেখেছ মাত্র।

স্বজন হারা হৃদয়ের রক্ত মুছে দিতে পার, শুকাতে পার রক্তের আবরণে আবৃত শত ক্ষত। আনন্দ, উল্লাস, চিত্যবিনোদন, পরমাহ্লাদ আবেগাফ্লুত চোখের জল এ সব কিছু দিয়ে কখনো মুছতে পারবে না আমার পুড়ে যাওয়া মায়ের স্মৃতির দাগগুলো। কষ্টের বীজকোষ- সুযোগ সন্ধানী অক্টোপাসের আঘাতে স্বপ্নগুলো পুরনো প্রাচীরের মত খসে পড়ে প্রতিনিয়ত। কথিত সুখের অনুগুলো কষ্টের বাষ্প হয়ে দেখ! কালো মেঘাচ্ছন্ন আকাশ। তোমাদের এই লোক দেখানো আত্মপ্রবঞ্চনার রাজনৈতিক দাবার আলখেল্লাময় কর্মপরিধি আমার ভাল লাগেনা।

এর বাইরে এসে একবার ভাবো এত কিছুর পরও আমি উপেক্ষিত। আমার কষ্টগুলো চাপা দেব বোধহীন মাটির সাথে, ভালবাসার আলোকস্তম্ভের মত দাঁড়িয়ে থাকবো তোমাদের পাশে, শুধু তোমরা আমাকে একবার কথা দাও আজকের পর আর কোন লাশের গন্ধে দগ্ধ হবেনা বাতাস।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।