আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের গাউছিয়া-নিউমার্কেট ফুটপাত

এস এস রঙের দুনিয়ায় , স্বাদ দিব তোমায় বিবর্ণতার..... # হাটা যে অতি উৎকর্ষ এক শিল্প , আপনি তা অনুধাবন সক্ষম হবেন যদি গাউছিয়া-নিউমার্কেট ফুটপাতে চলেন এক বিকেল , দুপুর কিংবা সন্ধ্যায় .... .. #বাঙালি জাতির যে অপরিসীম ধৈর্য , আপনি চাক্ষুষ করতে পারবেন এই অল্প রাস্তাটূকু পার করতেই করতেই #সংকল্পের এবং সংযমের প্রতি অবিচল আস্থা আপনি অর্জন করতে পারবেন এই রাস্তায় চলতে চলতে , পারিপার্শ্বিক ডিস্ট্রাকশন কে নিতান্ত অবহেলায় সাইড কাটিয়ে সামনে এগিয়ে যায় অতি কুশীল মানুষগুলোও #যে সকল স্বাস্থ্য সচেতন মানুষ বিনামূল্যে হট বাথ/স্টীম বাথ নিতে চান , তারা যে কোন সকাল কিংবা দুপুরে চলে আসুন এই রাস্তায় #যারা ভবিষ্যতে ভাল ফুটবলার হতে চান , ড্রিবলিং স্কিল বাড়াতে কিংবা প্রতিপক্ষ ডিফেন্ডার কে কি করে ফাঁকি দেয়া যায় , এসকল স্কিল অটো ডেভেলভট হবে রাস্তায় পথিকদের সাইড বাচিয়ে চলতে চলতে , আপনি হয়ে ঊঠবেন দুর্ধর্ষ স্ট্রাইকার ...... #যাদের মনে রোম্যান্টিকতার ভুত প্রায় আকুলি-বিকুলি করে তারাও চলে যেতে পারেন , গার্লফ্রেন্ড/ বউ এর বুর্জোয়া রুপ আপনার চোখে ছিনেমার মতই বার বার ভাসতে থাকবে #যাদের জীবনে বৈচিত্রের অভাব , নিরামিষ জীবনে বোরড চলে যান এই রাস্তায় , নানা ঘটনা-কাহিনী দেখে নিজের জীবনে নিয়ে আসুন বৈচিত্র, মাঝে মাঝে সাধের মানিব্যাগ-ঘড়ি হারিয়ে হয়ে ঊঠবেন আবেগি #আর যারা মানসিক সংকীর্ণতায়/হীনতায় ভোগেন তাদের জন্য , ঘুরে আসুন ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস , এর বিশালতা আপনাকে আবার মানুষ করে তুলবে (এইডা সিরিয়াস ) এমনি ভাবে, জীবনে হাজারো শিক্ষাদাতা এই সড়ক বেঁচে থাক অম্লান স্মৃতি নিয়ে , আমাদের সবার মাঝে .........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.