আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস ও আছারের আলোকে বিতর নামায



মাসিক আল-কাউসারের মে সংখ্যায় বিতর নামায সংক্রান্ত একটি প্রশ্নোত্তর ছাপা হয়েছিল এবং আমি সেই লেখাটির লিংক এই ব্লগে পোস্ট করেছিলাম। একজন ব্লগার দলিল ভিত্তিক মন্তব্য দিয়েছিলেন যে, বিতর নামায এক রাকাত এবং দ্বিতীয় রাকাতে বৈঠক করা যাবে না। পোস্টটির লিংক Click This Link মাসিক আল-কাউসারের চলতি সংখ্যায় ব্যাপক দলিল প্রমাণ সহ হাদীস ও আছারের আলোকে বিতর নামায এর পদ্ধতি বিষয়ক একটি লেখা ছাপানো হয়েছে। পত্রিকাটির সহ-সম্পাদকের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে, ইনশাআল্লাহ আগামী (জুলাই) সংখ্যায় যে সকল দলিলের মাধ্যমে বিতর নামায এক রাকাত প্রমাণ করার চেষ্টা করা হয়, সেগুলোর বিশ্লেষণ নির্ভর একটি লেখা ছাপানো হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বীন শিখেছেন আমাদের নবীজী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লাম এর নিকট থেকে। সুতরাং তাদের ঐক্যমত বা অধিকাংশ মতকে এড়িয়ে নতুন কোন পন্থা উদ্ভাবন করা তদুপরি তাদের মতকে ভিত্তিহীন ভাবা এবং প্রচার করা – কিছুতেই প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। চলতি সংখ্যার লেখাটির লিংক (হাদীস ও আছারের আলোকে বিতর নামায) http://www.alkawsar.com/article/213

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।