আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের সংঘর্ষে ইবি বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ জন আহত

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সংবাদ প্রতিনিধিদের পাঠানো খবর : ইসলামী বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় গতকাল সোমবার থেকে আগামী ১৪ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র-ছাত্রীদের গতকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। রোববার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

জানা গেছে, সদ্য ঘোষিত কমিটি নিয়ে রোববার দুপুরে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষে বেধে যায়। এতে ৮ জন আহত হয়। ছাত্রলীগের দু'গ্রুপের ক্যাডাররা সংঘর্ষে জড়িয়ে পড়লে রাতেই সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়। সভায় বড় ধরনের সংঘষের্র আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এ ঘটনায় ৫ ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে বিশ্ববিদ্যালয় থানা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। এরা হলেন_ পদার্থ বিজ্ঞান বিভাগ ৪র্থ বর্ষের সদরুল ইসলাম সিজার, প্রাচ্য পালি বিভাগ মাস্টার্সের সুকুমার কু-ু, ব্যবস্থাপনা ৩য় বর্ষের রাসেল, গণিত ৪র্থ বর্ষের সিয়াম, ইতিহাস ৪র্থ বর্ষের আসিফ। আহতদের চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টায় চাকসু ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাঁড়ি ইনচার্জ আলাউদ্দিন জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের মেয়র গ্রুপের এক নেতার সামনে আ জ ম নাসির গ্রুপের জুনিয়র এক কর্মীর সিগারেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে নাসির গ্রুপের এক কর্মীকে আইটি ভবনের সামনে মারধর করে মেয়র গ্রুপের কর্মীরা। পরে নাসির গ্রুপের কর্মীরা সংগঠিত হয়ে চাকসু ও কলা অনুষদের ঝুপড়িতে অবস্থানরত মেয়র গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়। উভয় গ্রুপের হাতে দা ছোরা ব্যবহার করতে দেখা যায়।

এ সময় ৫ জন গুরুতর আহত হন। এ প্রসঙ্গে চবি প্রক্টর ড. জসিম উদ্দিন বলেন, ঘটনা তদন্ত করছি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.