আমাদের কথা খুঁজে নিন

   

একুশে আইন - সুকুমার রায়

সিনামার গান !
আমরা এখন এমন একটা সময়ের ভেতর বাস করছি, যেখানে পা পিছলে পড়লেও দন্ড, হাঁচি দিলেও দন্ড, গোঁফ রাখলেও দন্ড,পদ্য লিখলেও দন্ড, ঘুমের নাক ডাকলেও দন্ড.................. ফেইসবুক ব্যবহারেও দন্ড......... সবকিছুতেই বন্ধ আর অন্ধ আমরা ! এই একুশে আইনেই আস্থা রাখছি আমরা, আহা বেশ বেশ বেশ ! আসুন কোরাস করে তাই পড়ি- একুশে আইন - সুকুমার রায় শিবঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! কেউ যদি যায় পিছলে প'ড়ে প্যায়দা এসে পাকড়ে ধরে, কাজির কাছে হয় বিচার- একুশ টাকা দন্ড তার। । সেথায় সন্ধে ছ'টার আগে, হাঁচতে হ'লে টিকিট লাগে- হাঁচলে পরে বিন টিকিটে- দমদমাদম লাগায় পিঠে, কোটাল এসে নস্যি ঝাড়ে- একুশ দফা হাঁচিয়ে মারে। । কারুর যদি দাতটি নড়ে, চারটি টাকা মাশুল ধরে, কারুর যদি গোঁফ গজা্‌ একশো আনা ট্যাকস চায়- খুঁচিয়ে পিঠে গুঁজিয়ে ঘাড়, সেলাম ঠোকায় একুশ বার।

। চলতে গিয়ে কেউ যদি চায়, এদিক ওদিক ডাইনে বাঁয়, রাজার কাছে খবর ছোটে, পল্টনেরা লাফিয়ে ওঠে, দুপুর রোদে ঘামিয়ে তায় একুশ হাতা জল গেলায় । । যে সব লোকে পদ্য লেখে, তাদের ধ'রে খাচায় রেখে, কানের কাছে নানান সুরে, নামতা শোনায় একশো উড়ে, সামনে রেখে মুদীর খাতা- হিসেব কষায় একুশ পাতা । ।

হঠাৎ সেথায় রাত দুপুরে, নাক ডাকালে ঘুমের ঘোরে, অমনি তেড়ে মাথায় ঘষে, গোবর গুলে বেলের কষে, একুশটি পাক ঘুরিয়ে তাকে একশ ঘন্টা ঝুলিয়ে রাখে । ।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.