আমাদের কথা খুঁজে নিন

   

ষোড়শী শাহানাজ পারভীন এখন শামীম

আমি বিবাহিত !

ষোড়শী শাহানাজ পারভীন এখন নারী থেকে পুরুষে পরিণত হয়েছে। তার নাম রাখা হয়েছে শামীম। এ অলৌকিক ও চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার প্রত্যনত্ম পলস্নী গোমনাতী ইউনিয়নের মাঝিয়ালীপাড়া গুচ্ছ গ্রামে। এ ঘটনা ছড়িয়ে পড়ায় এখন প্রতিদিন শামীমকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করছে। তবে একটি অপারেশনের জন্য ৫০ হাজার টাকা সঙ্কটে শামীম কষ্ট ভোগ করছে।

এ ব্যাপারে শনিবার শামীমের সঙ্গে কথা বলে জানা গেছে, তার কণ্ঠস্বর পুরোপুরি পুরম্নষ মানুষের কণ্ঠে পরিণত হয়েছে। সে জানায়, একটি অপারেশনের জন্য ৫০ হাজার টাকা না থাকায় সে পূর্ণাঙ্গভাবে জীবনযাপনে সমস্যা হচ্ছে। দরিদ্র দিনমজুর ইউনুস আলীর কন্যা শাহানাজ পারভীন । ১৯৯১ সালে জন্মগ্রহণ করে দীর্ঘ ১৭ বছর মেয়ে হিসেবে তার জীবন অতিবাহিত করে। সে বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয় এবং পঞ্চম শ্রেণী পর্যনত্ম লেখাপড়া করেছে।

খালেক আগে থেকে তার শরীরে পুরম্নষের বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। শাহানাজ বেগম তার পরিবর্তনের বিষয়টি তার বাবা-মাকে জানালে তার বাবা-মা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে বিভিন্ন পরীা নিরীার পর তাকে জানানো হয় অপারেশন করলে সে পুরম্নষত্ব লাভ করবে। অপারেশনের কথা শুনে শাহানাজের বাবা-মা চোখে অন্ধকার দেখছেন। দরিদ্র দিনমজুর অপারেশনের টাকা কোথায় পাবেন।

যার নুন আনতে পানতা ফুরায়। এ নিয়ে সে উদ্বিগ্ন। শাহানাজ পারভীনের এখন নতুন নামকরণের বিষয়ে। সূত্রঃ দনৈকি জন কণ্ঠ ০৭/০৬/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।