আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ Old Trafford স্টেডিয়াম

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমার লেখা পর্যন্ত ইংল্যান্ড ৪১৯ ও বাংলাদেশ ১৭৯ / ৪ তামিম ইকবাল খুব ভাল খেলেছে গত টেস্টে অর্ধশতক ও শতক এবং এই টেস্টে ১ম ইনিংসে শতক । যা গড় পারফরমেন্সকে বাড়িয়ে যাচ্ছে । ২য় টেস্ট প্রথম ইনিংসে বাংলাদেশের শুরুটা খুবই ভাল । দ্বিতীয় উইকেটের আগ পর্যন্ত কিন্তু বরাবরের মতই তামিম শতক হাকানোর পর মুখ থুবড়ে পরে যায় । যা দৃষ্টি কটু না হলেও মানান সই নয় ।

শতক হাকানোর পরও আরও ক্রিজে থাকার চেষ্টা করা উচিত ছিল । যতটুকু করেছে ভালই করছে অন্তত দল দাড়াতে সক্ষম হয়েছে । ইংল্যান্ড স্পিন ও পেইস দুই ধারেই বাংলাদেশ কিছুটা হলেও সমস্যায় আছে । তবু স্পিনে মনে হয় বেশী অবস্থা খারাপ । কিন্তু সব মিলিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত মোকাবেলা করছে ।

এখন ক্রিজে সাকিব আল হাসান ও আশরাফুল । দুইজনের কাছেই বাংলাদেশের প্রত্যাশা অনেক । তারা যদি টিকতে পারে অথার্ত দলকে ৩০০ এর দাড় গোড়ায় নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ ভাল ফাইট দিতে পারবে । দুইজনের অভিজ্ঞতাও নৈপুণ্য আছে । সুতরাং বড় স্কোর করা কঠিন কোন ব্যাপার নয় ।

যদিও আশরাফুল খেই হারিয়ে ফেলে মাঝে মাঝে তবে এখনও পচেঁ যায় নি । এটাই বড় কথা । তাকে নিয়ে আশা রাখতে পারি । যদি একবার জ্বলতে পারে তাহল জ্বালিয়ে ছাড়বে । আর মাহমুদুল্লাহ আর মুশফিক কে নিয়েও বড় চিন্তা করা যেতে পারে ।

প্রথম সারির ব্যাটসম্যান যা করার করেছে, এখন মধ্যম সারির ব্যাটসম্যানদের অনেক দূল আগাতে হবে আর নীচু সারির খেলোয়াড়দের কিছু যোগ করতে হবে । তবে আপাতত আজকের দিনে বিনা উইকেটে কাটালে ভাল হয় । মানে আশারাফুল ও সাকিবকে নিয়ে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.