আমাদের কথা খুঁজে নিন

   

নিমতলী

পড়ছি বেশি, লিখছি কম...
আকাশে আজ ভারী মেঘ পুঞ্জিভুত- আর গলির ভেতর গলিত লাভা। তপ্ত এবং গাঢ় মেঘে আচ্ছন্ন আগুনজ্বলা ঘর বাড়ি- মৃত্যুকূপে পরিণত শেষমেষ। এই কি জীবনের শেষ! চামড়া মাংস হাড় জ্বালানো লেলিহান শিখা আকাশে বরফের মত ঠান্ডা বাতাস; তবুও জলের জন্যে আজন্ম প্রতীক্ষা এবং মৃত্যুর জন্যে আমৃত্যু জেগে থাকা। এ জীবন ফুরাবার জন্যে যত আয়োজন; জড়াজড়ি করে থাকা ভবনের গহীনে দোপেয়ে প্রাণীদের কয়লা দেহ শত লাশ হাড়গোর আষ্টেপৃষ্ঠে থাকা ছাই আর ছাই হওয়া সভ্যতার সুতীব্র চিৎকার। আজীবন গ্লানি নিয়ে বেঁচে থাকা আমাদের আকাশে তাই কষ্টের ঘন মেঘ এখন বৃষ্টির জন্যে পুনরায় হাহাকার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.