আমাদের কথা খুঁজে নিন

   

নিমতলী ট্রাজেটি কেন জানি আমার কষ্ট হয়না বরং ঘৃনা হয়.. আপনার কেমন লাগে!

নিবৃতে আছি আমি

আমরা কতগুলো তাজা প্রান কত সহজে ঝরে যেতে দেখলাম। আকুতি করলাম,কাদলাম,চেষ্টা করলাম কত বড় বড় নিউজ করলাম। সবই হুদাই। বেহুদা। খামাখা আরে বাবা কষ্ট যদি লাগত তবে দূর্ঘটনার আগে কেন লাগল না।

আমরা তো সবাই যারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত জানি এরকম দূঘটনা আরো আগেই হবার কথা । কপাল গুনে এতদিন মানুষ গুলো বেচেঁ ছিল। আপনি আসেন আর দেখেন আসলে এই মানুষ গুলো যেভাবে বাস করে আসছিল এভাবে বাস করা সম্ভব কিনা। যদি সম্ভব না হয় তাহলে তারা বাস করছিল কেন। আর কেনই তখন আমরা যারা দেশ পরিচালনা করি,মেয়র হই,কাউন্সিলর হই তারা কেন দেখে ও না দেখার ভান করি।

সমস্যা সমাধানে পরিকল্পনা বাস্তবায়ন করিনা। কারন আমাদের ভিতর মনূষ্যত নাই। যদি মনূষ্যত্ব থাকত তবে অনেক আগেই তাদের কে বিপদজনক ভাবে বসবাস করতে দিতাম না। এত সরু গলি যেখানে ফায়ার সার্ভিসের গাড়ি পর্যন্ত প্রবেশ করতে পারেনা সেখানে বিপদ হলে কি হতে পারে সেটা আগেই ভাবা উচিত। তাই আগে যখন আমাদের মনূষ্যত্ব গুলো কাজ করে নাই সেজন্য এখনো আমার নিমতলী ট্রাজেটির জন্য কষ্ট হয়না।

কারন কষ্ট আগেও হয়নাই। আবার ভবিষ্যতে আরেকটি নিমতলী ট্রাজেটি হবে না এটা কেউ হলফ করে বলতে পারবেনা। আর তখনো আমার কষ্ট হবেনা। কারন আমি কষ্টকে ধামাচাপা দিতে পারি। এই অসম্ভবের দেশে সবই সম্ভব।

আমি কষ্টকে ধামাচাপা দিতে শিখেছি যখন দেখি মূমূর্ষ রুগী সহ এম্বুল্যন্স ট্রাফিক জামে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে রুগী আরো বেশী মূমূর্ষ অবস্থায় পতিত হয় এবং আমার কিছুই করার থাকেনা। অথাৎ < বাস্তবতা যেখানে নির্মম মানবতা সেখানে অসহায়> আমি সেখানে কষ্ট পাইলেই কি আর না পাইলেই কি? শুধু দেখলাম আর অনুভব করলাম। এ ছাড়া আর কিইবা করার আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.