আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

সোমবার বিকালে ফতুল্লার পঞ্চবটিতে পাইওনিয়ার সোয়েটার কারখানার শ্রমিকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে অবরোধ করে রাখে শ্রমিকরা।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতন বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকরা কিছুদিন ধরে আন্দোলন করছিল।
বিকালে কয়েকজন শ্রমিককে ‘আটক রেখে নির্যাতন করা হচ্ছে’ এমন গুজব শুনে কারখানার মলিক ও দায়িত্বরত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে তারা।
ওসি আরো বলেন, অবরুদ্ধদের উদ্ধার করতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, ৮ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ।
পুলিশের লাঠিচার্জে শ্রমিক নেতা কবির হোসেন রাজুসহ বেশ কয়েকজন আহত হন বলে শ্রমিকরা অভিযোগ করেছে।
ঘটনার প্রতিবাদে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পাগলা সড়ক অবরোধ করে শ্রমিকরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.