আমাদের কথা খুঁজে নিন

   

অভিবাসীদের কথকতা (সূচনা পর্ব)।

সুখ কিংবা দুঃখের নেইকো কোন শেষ। ভালবেসে কিংবা ঘৃণা করে....... মানসপটে বাংলাদেশ।

বুকের ভিতর লালিত এক বুক স্বপ্নকে বাস্তবায়িত করার জন্যই অনেককে বেছে নিতে হয় প্রবাস জীবন। এক একজন প্রবাসী তার পরিবারের মেরুদন্ড হয়ে অমানুষিক শ্রম দিয়ে যায়। সেটা যতটা না শারীরিক তার চেয়ে হাজার গুণ বেশি মানসিক।

যে ছেলেটা দেশে থাকতে পড়াশুনা করত কিংবা ঘুড়ে বেড়াত এ পাড়া ও পাড়া, সে'ই বিদেশে আসার পর কতটা দায়িত্ববান হয়ে যায় তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন। প্রবাস জীবনের হাজারো বাঁধা ডিঙ্গিয়ে সে জয়ী হতে চায় জীবন যুদ্ধে। হাসপাতালের বিছানায় শুয়েও সে মা'কে বলে "আমি ভাল আছি মা, আমার জন্য চিন্তা করোনা"। এছাড়া আর কি উপায় আছে, তাকে যে ভাল থাকতেই হবে........ কিন্তু যে পরিবারের কেউ বিদেশে নেই তারা 'প্রবাসী এবং তাদের পরিবারে'র অনুভূতিগুলো কি বুঝতে পারেন? আমার অনেক জানতে ইচ্ছে করে...... খুব বেশি দিন হয়নি প্রবাসে এসেছি, তবুও অনেক অভিজ্ঞতা জমে গেছে। এগুলো শেয়ার করার ইচ্ছা থেকেই এখানে আসা।

ভবিষ্যতে আরো অনেক কিছু লিখার ইচ্ছে আছে। ব্লগে আমি একেবারেই নতুন। ছাত্র হিসাবেও ভাল ছিলাম না। তাই আমার এই লেখার প্রচেষ্টায় শুধু বানান নয়; ব্যাকরণগত ভুলগুলো'ও মার্জনীয়। সেইফ হবার পর এটা আমার প্রথম পোস্ট।

তাই সিনিয়র ব্লগাররা 'স্বাগতম' জানাইলে অনেক প্রীত হইব আর 'পরামর্শ' দিলে বিনীত হইব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.