আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ফুটবলের ব্যানার ডিজাইনে ব্লগার বন্ধুদের অংশগ্রহণ...

নোটিশবোর্ড

প্রিয় ব্লগার, বিশ্বের সেরা ক্রীড়া ইভেন্ট শুরুর সময় ঘনিয়ে আসছে। আসছে ১১'ই জুন থেকে পুরো বিশ্ব বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে থাকবে। এই বিশ্বকাপ ফুটবলের আকর্ষণীয় ব্যানার তৈরীতে অংশ নিতে আমরা সকল ব্লগার বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি। সামহোয়্যার ইন...ব্লগের জন্য আপনার তৈরী ব্যানার বিশ্বকাপের পুরো সময়টা জুড়ে এই ব্লগে শোভা পাবে। আপনার আনন্দময় কল্পনা শক্তিকে উন্মুক্ত করে যে ব্যানারটি তৈরী করবেন তা হতে পারে কম্পিউটার ডিজাইন, ফটোগ্রাফি, হাতে আঁকা ছবি বা অন্য যে কোন কিছু যা সামহোয়্যার ইন...ব্লগ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপের সাথে সামঞ্জস্যপূর্ণ ।

আপনার ডিজাইন/ব্যানার জমাদানের পূর্বে যে বিষয়গুলো খেয়াল রাখবেন: - ব্লগাররা শুধুমাত্র ব্যানারের ব্যাকগ্রাউন্ড ইমেজ এর ডিজাইন তৈরী করবেন এবং আমরা তার উপর অন্যান্য হেডার অংশগুলো যেমন গ্লাস ইফেক্ট, সাদা মেনুবার, লোগো, ভাষা পরিবর্তনের জন্য টপফ্রেম ইত্যাদি বসিয়ে নেবো। - ব্যানার ইমেজ সার্বজনীন হতে হবে। কোন নির্দিষ্ট দল, জাতীয়তা, ব্লগারের নাম বা কোন ব্যঙ্গাত্মক কার্টুন সমর্থন করা যাবে না। - ব্যানারের মধ্যে সামহোয়্যার ইন...ব্লগ বা বাঁধ ভাঙার আওয়াজ টেক্সট, ব্র্যান্ডিং এবং লোগো থাকবে না। - ব্যানারটি হতে হবে প্রস্থ ১০২৪ পিক্সেল এবং উচ্চতা ২১৫ পিক্সেল।

- ব‍্যানার ইমেজ জেপিজি, জেপিইজি, জিআইএফ, পিএনজি ফরম‍্যাটের হতে পারে কিন্তু ব‍্যানার নির্বাচিত হলে আমরা পিএসডি বা এআই(.psd/.ai) ফরম্যাটও চাইতে পারি। যেভাবে ব্যানার সাবমিট করবেন: লগইন থাকা অবস্থায় http://www.somewhereinblog.net/submit_banner এই পেইজে গিয়ে ব‍্যানার ইমেজ আপলোড করুন এবং পাঠিয়ে দিন। আপডেট: আপনার তৈরি ব‍্যানারটিতে ব্লগের লোগো এবং মেনুবার সংযোগ করার পর কিরকম দেখাবে তার প্রিভিউ দেখে নিতে ক্লিক করুন "প্রিভিউ"। একটি নতুন উইন্ডোতে আপলোডকৃত ইমেজটি লোড হবে এবং আপনি ব‍্যানারের প্রিভিউ দেখতে পাবেন। ব্যানার প্রিভিউ আপনার মনঃপুত হলে সাবমিট করার জন্য ক্লিক করুন "নিশ্চিত" লেখা বাটনটিতে।

"নিশ্চিত" বাটনটিতে ক্লিক করলে আপনার আপলোডকৃত ফাইলটি আমাদের কাছে পৌঁছে যাবে। আপনার ব্যানারটিতে কোন পরিবর্তন/পরিবর্ধন আনতে চাইলে আপলোড বাতিল করতে ক্লিক করুন "বাতিল"। প্রাপ্ত ব্যানারগুলো আমরা ব্লগ পোস্টের মাধ্যমে ব্লগারদের দেখাবো এবং ব্লগাররা রেটিং এর মাধ্যমে তা নির্বাচন করবেন। বিজয়ী ব্যানারটি ব্যবহার করা হবে ব্লগের মূল পাতায় এবং রানার আপ ব্যানারগুলো পর্যায়ক্রমে আসতে থাকবে ওয়ার্ল্ড কাপ গ্রুপ ব্লগে। প্রতিটি ব্যানারে ডিজাইনার ব্লগারের নাম উল্লেখ থাকবে ।

আপনাদের অংশগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ ২'রা জুন ২০১০ থেকে এবং এই ব্যানার গ্রহণ অব্যাহত থাকবে ৬'ই জুন ২০১০ দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত । শুধুমাত্র অনলাইন ভোটের মাধ্যমেই ব্যানার নির্বাচিত হবে এবং ৬ই জুন ভোটিং শুরু হয়ে শেষ হবে ৮ই জুন দুপুর দুটোয়। আমরা জানি ব্লগারদের মধ্যে বেশ প্রতিভাবান শখের বা প্রফেশনাল ডিজাইনার আছেন। ওয়ার্ল্ড কাপ ব্যানার ডিজাইনে আপনাদের অংশগ্রহণ আনন্দময় হোক। শুভ ব্লগিং।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.