আমাদের কথা খুঁজে নিন

   

জার্মান প্রেসিডেন্টের পদত্যাগ



দেশের বাইরে সেনা মোতায়েনের বিষয়ে বেফাঁস মন্তব্যের জের ধরে সমালোচনার মুখে পদত্যাগ করলেন জার্মানির প্রেসিডেন্ট হর্স্ট কোয়েহলার। সূত্র: আল-জাজিরা অনলাইন। আফগানিস্তানে এক সফরে দেশটিতে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে সাক্ষাত শেষে একটি রেডিওকে দেয়া বক্তব্যের জের ধরে এই পদত্যাগের ঘটনা ঘটে। সোমবার এক বিবৃতিতে কোয়েহলার বলেন, ‘আমাদের জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ও কঠিন প্রশ্নের ক্ষেত্রে আমার মন্তব্য ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে। ’ রেডিওকে দেয়া বক্তব্যে তিনি বলেছিলেন, ‘রপ্তানি নির্ভরশীলতার কারণে দেশের স্বার্থ রক্ষার্থে অনেক সময় দেশের বাইরে সেনা মোতায়েনের প্রয়োজন হয়।

’ আফগানিস্তানে জনসমর্থনহীন সামরিক মিশনের ক্ষেত্রে এই মন্তব্য বেশ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। যদিও পরে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে দাবি করা হয়, কোয়েহলার সোমালিয়ায় জলদস্যু দমনে সেনা মোতায়েন সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন। এদিকে কোয়েহলারের পদত্যাগ চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেলের জন্য নতুন করে সমস্যার সৃষ্টি করতে পারে। এমনিতেই ইউরো জোনে ঋণ-সঙ্কটের কারণে তার জনপ্রিয়তা ক্রমশই হ্রাস পাচ্ছে এবং কোয়ালিশন সরকারে টানাপোড়েনের সৃষ্টি করেছে। আগামী ৩০ দিনের মধ্যে জার্মান অ্যাসেম্বলিকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে।

এজন্য মারকেলকে অবশ্যই নতুন এবং দক্ষ একজন প্রার্থী মনোনয়ন করতে হবে। জার্মানির প্রেসিডেন্টের পদ অনেকটাই আনুষ্ঠানিক। তবুও সাম্প্রতিক ইউরো জোনে সৃষ্ট ঋণ-সঙ্কটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এক্ষেত্রে কোয়েহলারের পদত্যাগ জার্মান নীতিতে প্রভাব ফেলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.