আমাদের কথা খুঁজে নিন

   

সমকাল ক্লান্ত থাকুক



চোখের পাতা থেকে দুরে যাক বৃষ্টি আমি ভাল থাকি অফুরান্ত কার্তিক অবেলা নিয়ে বেশী কান্ত থাকুক আমি অমৃতে ব্যাকুল করি মন। সোনামুখ চাঁদ আর সন্ধ্যার বাতাস সব কেন অবিচল চলনে ভূষণে তুণা আজ নেই আমতলে বসে তাই? শাঁখ বাজে দুরের গৃহকোনে অঞ্জলি মাধবী ম্রিয়মাণ আমি একাকার এই কৃষ্ণপে শুভপদ্মলোচন আর কার্তিক অবেলা আরও ক্লান্ত থাকুক, ক্লান্ত থাকুক। যদি বলি এই মন আমাকে স্বপ্ন দেখায় যা, মায়া-মাটির অতিপ্রিয় স্পর্শ আর পৃথিবীর শতসৃষ্টি যা আমাকে ভিজিয়ে দেয় আনন্দে। এই মানুষ, তার জীবন নর-নারী-নদী-বটপাতা নত্র-নিশি-চাঁদের কিরণ কিংবা রোদেলা নির্জন দুপুর, অবারিত মাঠ মাটির সোদা গন্ধ, বৃষ্টির টুপটাপ অজস্র কল্পনায় ভেসে ওঠা স্বপ্ন আমাকে যা দু-দন্ড শান্তি দেয় অতি নিভৃতে- নিতান্ত নিঃসাড়ে সব আরও ক্লান্ত থাকুক, ক্লান্ত থাকুক।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.