আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন দেখি

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

প্রতিরাতে ঘুমের দেশে, স্বপ্ন দেখি, আমি ধুমকেতু হয়েছি, আলোক বর্ষ ধরে তোমায় পেয়েছি । অংশু মালা সাজিয়েছি, অজিন তোমার দেহে উল্কি এঁকেছি, জীর্ণতাকে থমকে দিয়ে। প্রতিরাতে ঘুমের দেশে, স্বপ্ন দেখা অস্ফুটে চলে, আচমকা জেগে স্বপ্নই দেখি,ঘুমের দেশে। সেই স্বপ্নের উচ্ছ্বাসে, মাঝ দুপুরে বিটুমিনাসের পিচ ঢালা রাস্তায়, তোমার ভাবনায়, প্রখর রোদে পা জুড়িয়ে আসে। তোমাকে নিয়ে সেই স্বপ্নেই ছুটে কি যাই আমি উত্তমাশায় ? সেই যে বরফের দেশে, শ্বেত শুভ্র ছিল কি সব তোমার আশায়? স্বপ্ন দেখি তোমায় নিয়ে, ঠাহর পাই যখন সম্বিৎ ফিরে, স্বপ্ন ছিল এ । তোমাকে নিয়ে, কেউ স্বপ্নকে করে বাস্তব, আর আমার মতো বোকারা জাল বুনে অলীক সব। তারপরও স্বপ্ন দেখি, কবিতা লিখি, তোমার ভাল্লাগেনা,তাও লিখি, স্বপ্ন দেখি,আমি ধুমকেতু হয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.