আমাদের কথা খুঁজে নিন

   

সাইফ আলী খানের সেরা ১০ মুভি পারফরম্যান্স

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
অভিনেত্রী মা শর্মিলা ঠাকুরের পরিচয়ে মিডিয়ার লাইমলাইটে আসলেও রাতারাতি স্টার হওয়া বলতে যা বোঝায় সাইফ আলী খান তা হতে পারেননি। সাইফের বাবা নবাব মনসুর আলী খানও একজন বিখ্যাত ব্যক্তি, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। বাবা-মা বা পরিবার বিখ্যাত হলে বলিউড ইন্ডাজট্রিতে আসন পাতাটা সহজ হয় বটে, কিন্তু নিজেকে প্রমাণ করা ছাড়া শীর্ষে ওঠা যায় না। অভিনয় দক্ষতা প্রমাণ করতে বা নিজেকে শীর্ষে তুলে আনতে সাইফ আলী খানকে অনেক পরিশ্রম করতে হয়েছে। ১৯৯২ সালে 'পরম্পরা' (Parampara) মুভিটির মাধ্যমে সাইফ আলী খানের অভিষেক।

কিন্তু সত্যিকারের সাফল্য পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ১০টি বছর! ২০০১ সালে 'দিল চাহতা হ্যায়' মুভিটির মাধ্যমে সাইফের নবজন্ম লাভ হয় বলা যায়। এরপর শাহরুখের সঙ্গে কাল হো না হো মুভিতে সুঅভিনয়ের গুণে সাইফের ওপর পরিচালকদের আস্থা বাড়তে থাকে। অবশ্য নিজের কিছু সমস্যা প্রথমে তাকে কাটিয়ে উঠতে হয়েছে। আত্মবিশ্বাস বাড়ার পর থেকেই তিনি প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ করে নেন। ধীরে ধীরে নিজেকে এই নবাবজাদা বলিউডের প্রথম সারির একজন তারকা অভিনেতায় রূপান্তরিত করেন।

সব মিলিয়ে এই পর্যন্ত সাইফ প্রায় ৫০টি মুভিতে অভিনয় করেছেন । তার মধ্যে থেকেই অভিনয় আর মুভির গুণাগুণ বিচারে তৈরি করেছি সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভির লিস্ট। নির্বাচিত মুভিগুলোতে সাইফ অভিনয় করেছেন প্রধান চরিত্রে, পার্শ্বচরিত্রে বা ভিলেনের ভূমিকায়। এই তালিকার ভেতরে সাইফের সবচেয়ে সেরা অভিনয় দেখেছি আমার প্রিয় দুটি মুভি- ফারহান আকতার পরিচালিত প্রথম মুভি দিল চাহতা হ্যায় এবং ডিরেক্টর বিশাল ভরদ্বাজের ওমকারাতে। তবে ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খানের অনবদ্য অভিনয় এখন পর্যন্ত তার সবচেয়ে সেরা পারফরম্যান্স বলে মানি।

জাঁদরেল পরিচালকের হাতে পড়লে অনেক নীরস শিল্পীরও মন্ত্রমুগ্ধ অভিনয় বেরিয়ে আসে, ওমকারাতে ভরদ্বাজের হাতে সাইফ হয়েছেন একজন পরিণত অভিনেতা। ওমকারায় 'ল্যাংড়া ত্যাগী' চরিত্রে সাইফ আলী খান মজার বিষয় হলো, ওমকারায় সাইফের চরিত্রটিতে নাকি আমির খান অভিনয় করতে ইচ্ছা পোষণ করেছিলেন! কিন্তু তিনি নিজের অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় আর করা হয়নি। অন্যদিকে, ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট 'দিল চাহতা হ্যায়' মুভিটিতে সাইফ আলী খান প্রথমে অভিনয় করতে চাননি! পরে ঐ মুভির অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার অনুরোধে তিনি অভিনয় করেন। পরিবর্তিত সিদ্ধান্তটি কতোটা সঠিক ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সাইফ আলীকে তাই ভাগ্যবান বলতেই হয়! সাইফ আলী খানের সেরা পারফরম্যান্সের ১০টি মুভি: দিল চাহতা হ্যায়/Dil Chahta Hai (২০০১) কাল হো না হো/Kal Ho Naa Ho (২০০৩) এক হাসিনা থি/Ek Hasina Thi (২০০৪) হাম তুম/Hum Tum (২০০৪) পরিণীতা/Parineeta (২০০৫) সালাম নমস্তে (২০০৫) বিয়িং সাইরাস/Being Cyrus (২০০৬) [ইংলিশ] ওমকারা/Omkara (২০০৬) কুরবান/Kurbaan (২০০৯) লাভ আজ কাল/Love Aaj Kal (২০০৯) লাভ আজকাল মুভিতে দীপিকা পাডুকোনের সঙ্গে 'নবাবজাদা' তাছাড়া মে খিলাড়ি তু আনাড়ি (১৯৯৪), রেহনা হ্যায় তেরে দিলমে (২০০১), একলব্য: দি রয়াল গার্ড (২০০৭), রেস (২০০৮), আরাকশান (২০১১) মুভিগুলোতে সাইফের পারফরম্যান্স স্মরণীয়।


 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।