আমাদের কথা খুঁজে নিন

   

সুনামগঞ্জের প্রবীণ ব্যক্তিত্ব শওকত মিয়ার

সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিক, সমাজসেবী মুশাররফ মনসুর আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি শহরে শওকত মিয়া নামে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শহরের আলীমাবাগের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি ব্রিটিশ সরকারের আসাম প্রাদেশিক পরিষদের তৎকালীন মন্ত্রী মরহুম মৌলভী মুনাওওর আলীর দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্দীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শওকত মিয়া পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ভাষা আন্দোলন ও আইয়ুববিরোধী আন্দোলনেও ভূমিকা ছিল তার। গতকাল বাদ জুমা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মতিউর রহমান এমপি, জেলা বিএনপির সভাপতি আলহাজ ফজলুল হক আছপিয়া, সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.