আমাদের কথা খুঁজে নিন

   

ভর্তি বাণিজ্য ও সিট দখলের খবর সাহারা খাতুনকে ব্যথিত করে.........



‘ছাত্রদের সংঘর্ষ, সিট দখল ও ভর্তি বাণিজ্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাকে দুঃখিত ও ব্যথিত করে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অপকর্মকে তাই বরদাশত করা হবে না। ’ আজ শনিবার দুপুরে ইডেন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যত আপনজনই হোক, যে সংগঠনেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘ছেলেদের বিশৃঙ্খলায় আমরা অতিষ্ঠ, মেয়েরাও এর সঙ্গে পাল্লা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। কারণ, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা সরকারের সুনাম নষ্ট করে। ’ সাহারা খাতুন বলেন, অভিভাবকেরা পড়াশোনা করার জন্য, দেশকে নিয়ে ভাবার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছেন। কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়ানো চলবে না। নবীনেরা সব ধরনের সন্ত্রাস ও অনিয়মের বাইরে থেকে পড়াশোনার প্রতি মনোনিবেশ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইডেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল ইসলাম প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.