আমাদের কথা খুঁজে নিন

   

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি এর সময়সূচী ঘোষণা।

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন

সিলেটের শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি এর সময়সূচী ঘোষণা করা হয়েছে। নিচের তারিখ ও সময় অনুযায়ী ১ম বর্ষ ১ম সেমিস্টার (শিক্ষাবর্ষ: ২০১০-২০১১) ভর্তি পরীক্ষার মেধা তালিকায় (Merit List) উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ভর্তি শুরু হবে। ভর্তির সময় সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এস.এস.সি. বা সমমান ও এইচ.এস.সি. বা সমমান পরীক্ষার মূল মার্কশীট, প্রশংসাপত্র ও ভর্তির জন্য ৪,৬০০/- (চার হাজার ছয়শত টাকা) সঙ্গে আনতে হবে।

কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে উক্ত কোটা সমূহে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য অবশ্যই যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও মার্কশীটের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে। ভর্তি শেষে এইচ.এস.সি./সমমান পরীক্ষার মূল মার্কশীটটি জমা দিয়ে যেতে হবে। তারিখ রিপোর্টের সময় ইউনিট ও বিভাগ মেধাক্রম ১/১২/২০১০ সকাল ৮.৩০ B/B1 (আর্কিটেকচার ব্যতীত সায়েন্স/এপ্লায়েড সায়েন্স এর সকল বিভাগ) ১ থেকে ২০০ পর্যন্ত বেলা ১১.০০ B/B1 (আর্কিটেকচার ব্যতীত সায়েন্স/এপলায়েড সায়েন্স এর সকল বিভাগ) ২০১ থেকে ৪০০ পর্যন্ত ২/১২/২০১০ সকাল ৮.৩০ B/B1 (আর্কিটেকচার ব্যতীত সায়েন্স/এপ্লায়েড সায়েন্স এর সকল বিভাগ) ৪০১ থেকে ৫৫০ পর্যন্ত বেলা ১১.০০ B/B1 (আর্কিটেকচার ব্যতীত সায়েন্স/এপ্লায়েড সায়েন্স এর সকল বিভাগ) ৫৫১ থেকে ৭০৫ পর্যন্ত আর্কিটেকচার বিভাগ ১ থেকে ৩০ পর্যন্ত B/B1 ইউনিটভুক্ত বিভাগ সমূহের সকল কোটা (মুক্তিযোদ্ধার সন্তান + আদিবাসী + প্রতিবন্ধী) ১৬ + ১৬ + ৮ = ৪০ জন ৫/১২/২০১০ সকাল ৮.৩০ A ইউনিটভুক্ত সকল বিভাগ বিজ্ঞানঃ ১ থেকে ১৫০ পর্যন্ত বেলা ১১.০০ A ইউনিটভুক্ত সকল বিভাগ বিজ্ঞানঃ ১৫১ থেকে ২২০ পর্যন্ত বাণিজ্যঃ ১ থেকে ৬৫ পর্যন্ত ৬/১২/২০১০ সকাল ৮.৩০ A ইউনিটভুক্ত সকল বিভাগ + B ইউনিটভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগ মানবিকঃ ১ থেকে ১৫০ পর্যন্ত বেলা ১১.০০ A ইউনিটভুক্ত সকল বিভাগ + B ইউনিটভুক্ত ভূগোল ও পরিবেশ বিভাগ মানবিকঃ ১৫১ থেকে ৩১০ পর্যন্ত A ইউনিটভুক্ত বিভাগ সমূহের সকল কোটা (মুক্তিযোদ্ধার সন্তান + আদিবাসী + প্রতিবন্ধী) ৯ + ৯ + ৫ = ২৩ জন উপরোক্ত মেধা তালিকা থেকে ভর্তির পর আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা (Waiting List) থেকে ভর্তির তারিখ সময়ঃ ১২/১২/২০১০: B/B1 (আর্কিটেকচারসহ সায়েন্স/এপ্লায়েড সায়েন্স এর সকল বিভাগ) এবং B/B1 ইউনিটভুক্ত বিভাগ সমূহের সকল কোটা (মুক্তিযোদ্ধার সন্তান + আদিবাসী + প্রতিবন্ধী)। ১৩/১২/২০১০: A ইউনিটভুক্ত সকল বিভাগ এবং A ইউনিটভুক্ত বিভাগ সমূহের সকল কোটা (মুক্তিযোদ্ধার সন্তান + আদিবাসী + প্রতিবন্ধী)।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.