আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানী কায়দায় বন্ধ ফেসবুক

মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..

কত কিছু বদলেছে..বাংলাদেশ বেতার হয়েছে রেডিও বাংলাদেশ..(রেডিও পাকিস্তান) জয় বাংলা রূপ নিয়েছে বাংলাদেশ জিন্দাবাদে..(পাকিস্তান জিন্দাবাদ!) ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র কে সংবিধান থেকে মুছে ফেলা হয়েছে..(আরে ভাই সাধের পাকিস্তানে কি এসব ছিল নাকি!) স্বাধীনতার পক্ষের(!) শক্তির সরকার পাকিস্তানের পথ ধরে এবার নিষিদ্ধ করল ফেসবুক!(গত বুধবার অবশ্য পাকিস্তানি সরকারও ফেসবুকের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে..এখন দেখা যাক তাদের পথ ধরে আমাদের সরকার ও কবে ফেসবুকের উপর নিষেধাজ্ঞা তুলে দিতে বাধ্য হয়) আমাদের দেশের জনগণ তো আর পাকিস্তানি হয়ে যায় নাই..তাই আশা করি বেশিদিন সরকার এটা বন্ধ করে রাখার সাহস করবে না.. আর ফেসবুক বন্ধ হলে আল ইহসান, দৈনিক সংগ্রামের মত পত্রিকাও বন্ধ করে দেয়া উচিত..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.