আমাদের কথা খুঁজে নিন

   

নব্য পাকিস্তানী আর্মি

ফেসবুক, ব্লগ সব জায়গায় গত দুই দিন ধরে পাকিস্তানকে নিয়ে ব্যাপক সমালোচনা দেখলাম। গত দুইদিনে দেশপ্রেম সবার উথলে পরলো দেখে ভাল লাগলো। আমি ভাই ১৯৭১ এর আগে জন্মিনী। তাই রাজাকার বা পাকিস্তানী না। তবে দুটো কথা আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বলতে পারি, যাদের জন্য ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের বেশির ভাগ আমাদের দেশি আল বদর/ শামসের প্ররোচনায় হয়েছে। আর পাকিস্তানী আর্মির নারকীয়তা তো ছিলই। তবে মধ্যেখানে ৪০ বছর পেরলো তাও পাকিস্তান দল আসলে তাদের আমরা কিছু বলতে ছেড়ে দেইনা। আমার কথা হচ্ছে, তারা তো আর আমাদের মারতে আসেনি। তবে কেন আমরা তাদের বাজে কথা শোনাবো ? পাকিস্তানী দলের খেলা ভাল লাগলে কেন রাজাকার কথাটি শুনতে হবে ? তবে, যারা এদেশে থেকে এখনো দেশকে বিকিয়ে দিচ্ছে তাদের পদবীটা কি হওয়া উচিত? পাকিস্তান আমল না হয়েও যখন নব্য পাকিস্তানীআর্মিদের হাতে সীমান্তে ফেলানির মত বাংলাদেশিদের মরতে হয় তখন কোথায় থাকে দেশপ্রেম ???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।