আমাদের কথা খুঁজে নিন

   

একটি আহ্বান- (শুধুমাত্র বিশ্বাসী মুসলমানদের জন্য।)

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

আপনি একজন বিশ্বাসী মুসলমান। একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় খৎনা করিয়ে কলেমা পড়ে মুসলমানত্ব অর্জন করেছেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বা পড়ার চেষ্টা করেন। বৎসরে একবার ত্রিশ রোজা পালন করেন এবং তারাবী নামাজ পড়েন।

নিজের সাধ্য অনুযায়ী ফিতরা এবং জাকাত দেন। ভবিষ্যতে হজ্জ্ব করবেন আশা আছে। অথবা চেষ্টা করছেন টাকা জমিয়ে হজ্জ্ব পালন করার অথবা করে ফেলেছেন। ......................................................................................... আপনি কি..................... ১। পরিচিতদের সংগে দেখা হলে তার সংগে শান্তির বার্তা বিনিময় করেন, তার কুশলাদী জানতে চান? ২।

সত্যিকারের ধর্মীয় জ্ঞানসহ বাস্তব এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন? ৩। আপনার দাপ্তরিক এবং সরকারী দায়িত্বের জন্য জনগণের কাছ থেকে কোন বিনিময় গ্রহণ করেন? ৪। টেন্ডারবাজী, জমি দখল করেন? ৫। রাস্তাঘাট দালানকোঠা নির্মাণের কাজে ফাঁকি দেন? ৬। আপনার কাছে জনগণের আমানত রক্ষা করতে সচেষ্ট থাকেন? ৭।

আপনার প্রতিবেশীর সীমানার জমি নিয়ে তাকে ঠকান? ৮। আপনার গরীব প্রতিবেশীদের খোঁজখবর নেন, তাদের জীবনযাত্রা এবং খেয়ে পড়ে ভালভাবে বেঁচে আছে কিনা? ৯। ধর্ষণ, নারী শিশু নির্যাতন, অন্যের ধন লুটপাট ইত্যাদি সমর্থন করেন? ১০। পরস্ব অপহরণ এবং গণিমতের মালের পার্থক্য বোঝেন? ১১। আপনি কি পরমতসহিষ্ণু, অন্য ধর্মাবলম্বীদের প্রতি উদার? .................................................................... প্রশ্নগুলো স্বাপেক্ষে দয়া করে আমাকে কোন রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত করে ফেলবেন না, এটুকুই দাবী।

এই প্রশ্নগুলো আমরা সবাই নিজেকে করি। কোন মানুষই ভুলের উর্দ্ধে নয়। আসুন আমাদের ধর্মীয় চেতনায় একটা পরিশুদ্ধি অভিযান চালাই। "আত্মজয়ের চেষ্টাই সর্বোত্তম জ্বেহাদ। " আসুন সত্যিকারের জ্বেহাদ করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.