আমাদের কথা খুঁজে নিন

   

দীর্ঘ হতাশায় আমার আমি [ছন্দহীন কাব্য]

কে বোঝে কতটা বিষন্ন অনন্ত এই চন্দ্রায়ণ

মাঝে মাঝে এমন দিন আসে উপলব্ধিতে হতাশা গেড়ে বসে। আমি দীর্ঘদিবস একাকী নদী তীরে বসে ভেবেছি এত জল কোথা থেকে আসে। অজস্র কান্না শুধু নিরবতা পালন করে দু'ফোটা অশ্রু যদি কেউ ধার দিত আপন করে.. আমিও কিছু বলতে চেয়েছি গৃহে পালিত ভৃত্যের মত মনেযোগে মন গুছিয়ে নিয়ে কান পেতে শুনতে চেয়েছি.. দেখতে চেয়েছি ঐ সুদূর আকাশে তারারা তাদের দুঃখ বিলায় কি না দূর আভাসে.. আমি অনুভবের সব দরজা খুলে দিয়েছি আমার ভেতরের আমি কে উন্মুক্ত করেছি বলেছি, এই নাও স্বাধীনতা। অথচ সে গুটিয়ে গেছে নূয়ে গেছে ক্লান্ত পুরুষাঙ্গের ন্যায় ফিরে গেছে আবার তার চির আবদ্ধতায়। এমনি করে মাঝে মাঝে এমন দিন আসে অনুভবের সকল দরজায় হতাশা হাঁটু গেড়ে বসে.... ২৮/০৫/১০ আজ রাজ সোহানের মন ভাল নেই, বোধ হয় আমারও... সোহান কে উৎসর্গ করে এ কাব্য রচনা। (ছবি:ইন্টারনেট-rumi.typepad.com)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.