আমাদের কথা খুঁজে নিন

   

বিমা সংক্রান্ত

আমাদের দেশে এখনো বাল্য বিবাহ প্রচলিত হয়ে যাচ্ছে এদেশের অনেক যায়গায় এখনো ছেলে মেয়ে প্রাপ্ত বয়স্ক না হোয়ার আগেই তাদেরকে বিবিহ বন্ধনে আবদ্ধ করা হচ্ছে । পিতা মাতার অসচেনতা এবং শিক্ষার অনগ্রসরতার কারনে বাল্য বিবাহ ঘটেই চলেছে । যার কারনে কস বয়সে বাচ্চা নেয়ার কর

পপুলার লাইফ ইনসুরেন্স বিমার গুরুতর কিছু সমস্যা । খুলনায় পপুলার লাইফ ইনসুরেন্স এর এক জন মহিলা সদস্য বেস কয় এক দিন আগে অসুস্ত হয়ে মারা যায় । এই মহিলা খুলনার মহেশ্বরপাশা রানার মাঠ এলাকায় থাকে তার দুটি কন্যা সন্তান একজন প্রায় ৫ বছরের আর এক জন ৮ মাস বয়সের বর্তমানে তার স্বামী ট্রাক ড্রাইভার ।

তার মৃত্যুর এতটা দিন হয়ে যাওয়ার পরও তার মৃত্যু দ্বাবি টাকা এখন্ও পরিশোদ করতে পারে নি পপুলার লাইফ ইনিসুরেস্ন কোম্পানী। মহিলাটি মারা গেছে জেনেও কম্পানী এ ব্যাপার টাকে এরিয়ে যাওয়ার চেষ্টা করছে । এর পেক্ষাপটে অন্য সদস্যরা হতাসা গ্রস্ত হচ্ছে। এবং এই সদস্যের প্রধান কর্মকতার উপর অন্য সদস্যরা চাপ সৃষ্টি করে এবং তারা এই কম্পানীর সাথে আর জরিত থাকবে না তারা তাদের মুল টাকা ফেরতের জন্য দ্বাবি করছে । জনসার্থে আমি কম্পানীর কাছে আমার আকুল আবেদন কম্পানী যেন যত দ্রুত সম্বভ তার মৃত্যু দ্বাবি টাকাটা পরিশোধ করে এই দরিদ্র পরিবারটাকে সচ্ছল করে তোলার চেষ্টা করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.