আমাদের কথা খুঁজে নিন

   

সকল সমস্যার সহজ সমাধাণ

আলো তো লাগে না ভাল , আঁধারি যে ভালবাসি ! আমি যে পাগল প্রানে কভু কাঁদি কভু হাসি..
হাই বন্ধুগন আমি আপনাদের এই ব্লগ জগতে নতুন পদার্পন করেছি..। আপনাদের মত ভাল হয়তো লিখতে পারিনা..। তবে আমি আজ এই সব ফরমাল কথা বার্তা বলতে এই পোস্ট লিখছিনা..। আমি আপনাদের সামনে আজ ১টা ওয়েব সাইট সম্পর্কে বলবো..। আমি জানি ,,, অনেকেই এই সাইটটি সম্পর্কে আগেই অবগত আছেন..।

কিন্তু যারা জানেন না তাদের হয়তো একটু হলেও উপকারে আসবো... http://www.student-wish.com/ আমি এই সাইটটি সম্পর্কেই বলতে চাচ্ছি.। আসুন দেখি এখানে কি আছে..। ১: এই সাইটে আপনারা পাবেন পার্ট-টাইম জব এর খোঁজ ..। ভাল ভাল কোম্পানী বা অরগানাইজেশানের চাকুরি..। তাছাড়া ক্যারিয়ার ডেভলপমেন্ট ও এন্টারনী করার সুযোগ সম্বলীত তথ্য ..।

২: এই সাইটে আরও আছে আমাদের দেশ সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও দাতা সংস্থা কতৃক স্কলারশিপের খোজ-খবর..। ৩: এখানে সকল শিক্ষার্থীরা পাবেন দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত তথ্য ..। ৪: যে সকল ছাত্র ছাত্রী টিউশনী করিয়ে নিজেদের পড়া লেখা ও হাত খরচ চালান তাদের জন্য টিউশনীর খবর এবং যারা পড়তে চান তাদের জন্যও বিভিন্ন বিষয় অনুযায়ী স্যার খুজে নেওয়ার সু-ব্যবস্থা..। ৫: যারা বিদেশে লেখা পড়া করতে যেতে চান তাদের জন্য রয়েছে বিদেশী বিশ্ববিদ্যালয়ের খবরাখবর..এবং সেখানে ভর্তির তথ্য ও যাবার জন্য ভিষা প্রাপ্তির জন্য করনীয় সকল কর্ম-পদ্ধতি..। ৬: যে সকল ছাত্র-ছাত্রী হোস্টেলে থাকতে চান তাদের জন্যও বিভিন্ন হস্টেলের তথ্য এখানে দেওয়া আছে..।

৭: ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন : লাভ এন্ড রোমান্স টিপ্স.., লাইফ স্টাইল, বিউটি টিপ্স, হেল্থ টিপ্স আরও অনেক কিছু..। একবার ঘুরে আসুন দেখুন আরও কিছু পাওয়া যা্য কিনা..।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।