আমাদের কথা খুঁজে নিন

   

পাখিরা ভালো নেই



কোন ঈর্ষা নেই কোন ইচ্ছা নেই - খুন করবো কি পাখিটাকে পাখির মাংসে বাসনা নেই। রক্তে একদিন বাসনা ছিলো - যদি প্রবঞ্চকের রক্ত নিতে পারতাম! নারীর রক্তেও আগ্রহ ছিলো - যদি সবুজ দিবসের জন্ম দিতে পারতাম! পাখির জন্য ব্যথা করে বুক - যদি একটা পাখির জন্য বুক দিতে পারতাম! একটা ভালোর জন্য সমস্ত সঙ্গম দিতে পারতাম! পাখিরা ভালো নেই ... যদি ওদের আত্মহত্যা শেখাতাম! বেচে যেত ওরা অমানবিক বিশ্ব থেকে - পাখির তো পরকাল নেই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।