আমাদের কথা খুঁজে নিন

   

বাবুই পাখিরা...

কবিতা

বাবুই পাখিরা চেয়েছিল-
মাছরাঙাদের সাথে হোক
জীবন বদল।
বাবুই পাখিরা চেয়েছিল-
ধুয়ে যাক লবণের বিষ।
বীজ ফুল মধুরেণু সাথে
আরও থাক নিরেট আমিষ।
বাবুই পাখিরা চেয়েছিল-
বহমান জলের দখল।

বাবুই পাখিরা ভেবেছিল-
জলের ছলাৎ ধ্বনি বুঝি
তাদেরই আয়না।
নদীটির দুই ধার- স্বপ্ন
চোরাঘূর্ণিগুলো বহু চেনা!

বাবুই পাখিরা ভেবেছিল-
বয়নের মন্ত্র দিয়ে পাল্টে দেবে প্রবাহের দিক
বোকা মাছেরাও হবে সুরের শরিক।

বাবুই পাখিরা সব জড়ো হল নদীর কিনারে
আহা! জল, কেন তুমি, যাচ্ছ সরে সরে?
একটি বাবুই গেল বহুদূর মরুভূর পাড়ে
মাছ আর জল থেকে অনেক অনেক দূরে! আর বলে গেল-
‘সেই দিনই ফিরব আমি, যেদিন মাছেরা মানবে শিল্পের শাসন ।

লাল ঠোঁটে আলেয়ার মতো কাঁপে মাছেদের মন!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।