আমাদের কথা খুঁজে নিন

   

মেঘের আছে অনেক রং / কন্যা।

সুখীমানুষ

মেঘের আছে অনেক রং কন্যা মনের কথা কিবা ক'ব হে। আসমানেতে ভাসে দেয়া খেয়া খানার মত, তফাৎ শুধু এপাড় ওপাড় নেই। পাখ পাখালীর কত কথা কন্যা কেবল কিচির মিচির করে, গোস্বা না হন মুখের কথায় হে। চাঁদের আছে অনেক রুপ কন্যা চাঁদবদনীর কথা কিবা ক'ব হে। দূরের চাঁদ তো দূরেই থাকে কাছে এসেও দেয়না ফাঁকি হে।

কন্যা করেন কেন এমন খেলা কাছে দূরের ফাঁদে কাঁদি হে। কন্যা দেন না এবার ধরা। চাঁদ ঘুমাক আকাশ পরে চাঁদের হেথায় বাড়ী, আপনি কেন র'বেন দূরে হে কন্যা ভুলেন যত আড়ি। মনের কথা বলেন মনের কথা শুনেন কন্যা হে। ২২-৫-১০, ঢাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।