আমাদের কথা খুঁজে নিন

   

আপনা উইন্ডোস কম্পিউটার চালু করুন এখন আর দ্রুত

আমি শুধু তোমাকেই ভালবাসি অনেক আঁধার আমাকে ছিন্নভিন্ন করেছে। নীল হয়েছে আমার শিরা উপশিরা । তবু - তবু, আমি শুধু তোমাকেই ভালবাসি । তোমাকেই শুধু তোমাকেই -

আজ আমি আপনাদেরকে দ্রুত কম্পিউটার চালু করার জন্য একটি টিপস দিব। সাভাবিক ভাবে কম্পিউটার দ্রুত চালু হওয়া নিয়ন্ত্রণ করে প্রোসেসর, ram এবং সিসটেমের উপর।

তবে যাদের এগুলো তেমন একটা উন্নত নয় তাদের ক্ষেত্রে এটি বেশ কাজের বলে আমি মনে করি ১। প্রথমে Start থেকে Run এ ক্লিক করুন । ২। Regedit লিখুন এবং ok করুন। ৩।

এখন HKEY_LOACAL_MECHINE\SYSTEM\CurrentControlSet\Control থেকে ContentIndex তে ক্লিক করুন। ৪। Startup Delay টি খুজে বের করুন এবং Double ক্লিক করুন। ৫। এখন Decimal এ ক্লিক করুন।

৬। ভেলু 4800000 এর পরিবর্তে 40000 বসিয়ে দিন। ৭। এখন Registery Editor বন্ধ করে পিসি Restart করুন। ব্যাস কাজ শেষ… আসা করি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে আর পোষ্টি আপনাদের ভাল লাগবে সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায়....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.