আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরীর ভাইবা দিতে যাচ্ছন, একটা প্রশ্নের উত্তর জেনে যান রিক্যাপ

You can't buy love on eBay.
অসীম নামের ছেলেটি অসীম সাহস নিয়ে ভাইবা বোর্ডে ঢুকল হাতে তার সারা জীবনের অর্জন সার্টিফিকেটের একটি ফাইল। যথারীতি সালাম দিল, ওনারা অসীমকে বসতে বলল। এখনো সে সাহস হারায়নি এবং মনে মনে আরও সাহস সঞ্চয়ের চেষ্টা করছে। তার সঙ্গে করে নিয়ে যাওয়া কাগজপত্র গুলো পরীক্ষা নিরীক্ষার পর শুরু হল প্রশ্ন করার পালা। হঠাৎ একজন প্রশ্ন কর্তার প্রশ্নে অসীম সাহস হারিয়ে ফেলল...... প্রশ্ন কর্তাঃ দেশের রাজনীতি নিয়ে আপনি কি চিন্তা করেন এবং এই বিষয়ে আপনার আপনার আগ্রহ কি? অসীমঃ (দেশের চলমান রাজনৈতিক কালচার অসীমের একদম পছন্দ না) খুব চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছে সে...... প্রশ্ন কর্তাঃ বলুনতো আমাদের স্বাধীনতার ঘোষক কে? অসীমঃ তথমত খেয়ে বলল আগে ছিল জিয়াউর রহমান আর এখন শেখ মজিবুর রহমান, চার বছর পর কে হবে জানিনা। আমরাও আসলে জানিনা চার বছ পর কে হবে......???? এরকমই একটি প্রশ্নের সম্মূখীন হয়েছেন আমার পরিচিত এক ছোট ভাই বাতিল হয়ে যাওয়া খাদ্য অধিদপ্তরের এক পদে পুনরায় ভাইভা দিতে গিয়ে। বিগত বি,এন,পি সরকারের আমলেও ভাইবা বোর্ডে একই প্রশ্ন করতে শুনেছি। কিন্তু এভাবে আর কতদিন.........???? একেক সরকারের সময় আমরা কি একেক ইতিহাস শিখব?????? "আমার মনে হয় উইকিপিডিয়া এই নিয়ে খুব সমস্যায় আছে কারণ বিভিন্ন সরকারের সময় তাদেরকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন ভাবে লিখতে হয়, যা বিশ্বের অন্যান্য দেশের বেলায় ঘটে না।" কাজেই যুগ বুঝে উত্তর জেনে ভাইবা বোর্ডে যাবেন।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।