আমাদের কথা খুঁজে নিন

   

করপোরেট হাউজের কাছে বন্দি সাংবাদিকরা: মতিয়া



কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সাংবাদিকরা এখন করপোরেট হাউজের কাছে বন্দি হয়ে গেছে। তাদের এখন শুধু সৎ ও ন্যায়ের পক্ষে কাজ করতে হয় না, মালিকদের স্বার্থ রক্ষার জন্যও কাজ করতে হয়। তারপরেও তিনি সাংবাদিকদের সৎ ও ন্যায়ের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর ২৬ নিউস্কাটনে সাপ্তাহিক পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এবিএম মুসা, চ্যানেল আই এর বার্তা সম্পাদক শাইখ সিরাজ, ঢাবির সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশে এখন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সংবাদপত্র প্রকাশ করছে। এর পাশাপাশি সাংবাদিকদেরও তারা ব্যবহার করছে। আর এসব কারণেই সাংবাদিক ও মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের কারণে অনেক সাংবাদিক চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এ পরিবেশ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সাংবাদিকদের দেশের স্বার্থ©, গণমাধ্যমের স্বার্থ সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এ সময় এবিএম মুসা বলেন, আগের চেয়ে সাংবাদিকরা এখন অনেক মুক্ত পরিবেশে কাজ করছেন। আজ থেকে ৬০ বছর আগে আমরা যখন সাংবাদিকতা শুরু করেছিলাম তখন সাংবাদিকদের জন্য কাজের পরিবেশ অনেক কঠিন ছিল। তবে বর্তমানে সাংবাদিকতার আকাশে ইশানকোণে মেঘ জমেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সামনের পথগুলো সহজ হবে না।

এজন্য সৎ ও নিষ্ঠার মধ্যে থেকেই সাংবাদিকদের কাজ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.